বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৫৪ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) জুম্মা নামাজের পর গোয়ালন্দ উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি অংশ নেন।সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া-আরাবিয়া কওমী মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মুফতী সামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ, মুফতি আব্দুল লতিফ, হাফেজ আবু সাঈদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া প্রমুখ।

সমাবেশে বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.