০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মিম তাঁর প্রাণের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে…..

মিম নিজেই ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো
মিম নিজেই ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো

মঙ্গলবার শীতের সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত বিয়ের সে আয়োজনে শুভকামনা জানাতে এসেছিলেন দুই পক্ষের কাছের স্বজন ও বন্ধুরা। ঠিক সন্ধ্যা নামার আগে বাতাসে ভাসছিল বাংলাদেশের প্রিয় গানের সুর, ‘আবার এলো যে সন্ধ্যা’। থেমে থেমে শোনা গেল ঢোলের বাদ্যি। সংগীত, সুইমিংপুলের নীল পানি আর চারপাশের সবুজের মনোরম পরিবেশে সবাইকে মুগ্ধ করেছিল।

বন্ধু, এরপর ভালোবাসার মানুষ, এরপর প্রাণের মানুষ। মঞ্চে উঠতেই মিম পরিচয় করিয়ে দিলেন তাঁর শাশুড়ির সঙ্গে। ছেলের বউ নিয়ে তিনি খুশি। বললেন, ‘ছেলের জন্য লক্ষ্মী একটা বউ পেলাম।’ বর কেমন? জানতে চাইলে মিমের মা ছবি সাহা বলেন, ‘আমার তো দুই মেয়ে। এবার একটা ছেলে পেলাম।’

গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম
গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম

বিয়েতে মিম সেজেছিলেন ভারতের বিখ্যাত পোশাক ডিজাইনার সব্যসাচীর নকশা করা লেহেঙ্গা, মাথায় ছিল সোনালি জরির ওড়না। দূরে বসা সহকর্মীরা বলছিলেন, ‘পরীর মতো লাগছে।’ সনিকেও দারুণ মানিয়েছে তাঁর পাশে। দুজন দুজনের জন্য একেবারে পারফেক্ট। মঞ্চে তখন হাস্যোজ্জ্বল মিম দিনটির স্মৃতি ধরে রাখতে ব্যস্ত আলোকচিত্রীর ক্যামেরায়। এক ফাঁকে মিমকে প্রশ্ন করা হয়, জীবনে অনেক ফটোশুট করেছেন, আজকের অভিজ্ঞতা কেমন? হেসে তিনি বলেন, ‘এ তো জীবনযাত্রার ফটোশুট, নতুন জীবন শুরুর, তাই এই অভিজ্ঞতার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না।’ কেমন লাগছে? ‘প্রাণের মানুষটা আমার জীবনসঙ্গী। এর চেয়ে সুন্দর ও অসাধারণ অনুভূতি আর কী হতে পারে? আমি হ্যাপি, সবার কাছে নতুন জীবনের জন্য শুভকামনা চাই।’

মিম তাঁর ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে জুড়ে দিয়েছেন একটি জনপ্রিয় গানের দুটি লাইন—‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি? শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য ভক্তদের কাছে শুভকামনা প্রার্থী।’

‘প্রাণের মানুষটা আমার জীবনসঙ্গী...’

আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে মিম একটি অনুরোধ করেছিলেন। মিমের অনুরোধে অতিথিরাও সেজেছিলেন সাদা কিংবা সোনালি রঙের পোশাকে। মিম ও সনিকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন আজিজুল হাকিম, জিনাত হাকিম, অমিতাভ রেজা, মীর সাব্বির, ফারজানা চুমকি, সজল, রুনা খান, কোনাল, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।

‘প্রাণের মানুষটা আমার জীবনসঙ্গী...’

তারকাদের বিয়ে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। পর্দার তারকারা যখন বাস্তব জীবনে বেছে নেন জীবনের আসল নায়ক বা নায়িকাকে, সবার মনেই তখন প্রশ্ন জাগে, কে? কেমন? কী হলো? সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্বতারকাদের বিয়ের আয়োজন দেখতে এখন অভ্যস্ত সবাই। দেশের তারকার ব্যাপারে কৌতূহল তো থাকবেই। মিমের ক্ষেত্রেও হয়নি ব্যতিক্রম। গত পরশু থেকে মিমের গায়েহলুদ ও বিয়ের নানা রকম খবর ও ছবিতে বুঁদ হয়ে ছিলেন পাঠক ও ভক্তরা।

তথ্যসূত্রঃ প্রথম আলো

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মিম তাঁর প্রাণের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে…..

পোস্ট হয়েছেঃ ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
মিম নিজেই ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো
মিম নিজেই ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো

মঙ্গলবার শীতের সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত বিয়ের সে আয়োজনে শুভকামনা জানাতে এসেছিলেন দুই পক্ষের কাছের স্বজন ও বন্ধুরা। ঠিক সন্ধ্যা নামার আগে বাতাসে ভাসছিল বাংলাদেশের প্রিয় গানের সুর, ‘আবার এলো যে সন্ধ্যা’। থেমে থেমে শোনা গেল ঢোলের বাদ্যি। সংগীত, সুইমিংপুলের নীল পানি আর চারপাশের সবুজের মনোরম পরিবেশে সবাইকে মুগ্ধ করেছিল।

বন্ধু, এরপর ভালোবাসার মানুষ, এরপর প্রাণের মানুষ। মঞ্চে উঠতেই মিম পরিচয় করিয়ে দিলেন তাঁর শাশুড়ির সঙ্গে। ছেলের বউ নিয়ে তিনি খুশি। বললেন, ‘ছেলের জন্য লক্ষ্মী একটা বউ পেলাম।’ বর কেমন? জানতে চাইলে মিমের মা ছবি সাহা বলেন, ‘আমার তো দুই মেয়ে। এবার একটা ছেলে পেলাম।’

গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম
গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম

বিয়েতে মিম সেজেছিলেন ভারতের বিখ্যাত পোশাক ডিজাইনার সব্যসাচীর নকশা করা লেহেঙ্গা, মাথায় ছিল সোনালি জরির ওড়না। দূরে বসা সহকর্মীরা বলছিলেন, ‘পরীর মতো লাগছে।’ সনিকেও দারুণ মানিয়েছে তাঁর পাশে। দুজন দুজনের জন্য একেবারে পারফেক্ট। মঞ্চে তখন হাস্যোজ্জ্বল মিম দিনটির স্মৃতি ধরে রাখতে ব্যস্ত আলোকচিত্রীর ক্যামেরায়। এক ফাঁকে মিমকে প্রশ্ন করা হয়, জীবনে অনেক ফটোশুট করেছেন, আজকের অভিজ্ঞতা কেমন? হেসে তিনি বলেন, ‘এ তো জীবনযাত্রার ফটোশুট, নতুন জীবন শুরুর, তাই এই অভিজ্ঞতার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না।’ কেমন লাগছে? ‘প্রাণের মানুষটা আমার জীবনসঙ্গী। এর চেয়ে সুন্দর ও অসাধারণ অনুভূতি আর কী হতে পারে? আমি হ্যাপি, সবার কাছে নতুন জীবনের জন্য শুভকামনা চাই।’

মিম তাঁর ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে জুড়ে দিয়েছেন একটি জনপ্রিয় গানের দুটি লাইন—‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি? শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য ভক্তদের কাছে শুভকামনা প্রার্থী।’

‘প্রাণের মানুষটা আমার জীবনসঙ্গী...’

আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে মিম একটি অনুরোধ করেছিলেন। মিমের অনুরোধে অতিথিরাও সেজেছিলেন সাদা কিংবা সোনালি রঙের পোশাকে। মিম ও সনিকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন আজিজুল হাকিম, জিনাত হাকিম, অমিতাভ রেজা, মীর সাব্বির, ফারজানা চুমকি, সজল, রুনা খান, কোনাল, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।

‘প্রাণের মানুষটা আমার জীবনসঙ্গী...’

তারকাদের বিয়ে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। পর্দার তারকারা যখন বাস্তব জীবনে বেছে নেন জীবনের আসল নায়ক বা নায়িকাকে, সবার মনেই তখন প্রশ্ন জাগে, কে? কেমন? কী হলো? সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্বতারকাদের বিয়ের আয়োজন দেখতে এখন অভ্যস্ত সবাই। দেশের তারকার ব্যাপারে কৌতূহল তো থাকবেই। মিমের ক্ষেত্রেও হয়নি ব্যতিক্রম। গত পরশু থেকে মিমের গায়েহলুদ ও বিয়ের নানা রকম খবর ও ছবিতে বুঁদ হয়ে ছিলেন পাঠক ও ভক্তরা।

তথ্যসূত্রঃ প্রথম আলো