০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আবদার পূরনে কেনা হলো মোটরসাইকেল, রাজবাড়ীতে বৈদ্যুতিক খঁটির সাথে ধাক্কায় নিহত

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে রাজন শেখ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশুনা করে। কিনে না দেওয়ায় দুইবার আত্মহত্যার চেষ্টা চালায়। বাধ্য হয়ে গত তিন দিন আগে রাজনকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬টার রাজবাড়ী থেকে তার তিন দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে রাজন তার বন্ধু সোহাগকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খঁটির সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়।

আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিন দিন আগে রাজনকে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে খবর পেলাম  তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, সকালে আলীপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

আবদার পূরনে কেনা হলো মোটরসাইকেল, রাজবাড়ীতে বৈদ্যুতিক খঁটির সাথে ধাক্কায় নিহত

পোস্ট হয়েছেঃ ০১:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে রাজন শেখ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশুনা করে। কিনে না দেওয়ায় দুইবার আত্মহত্যার চেষ্টা চালায়। বাধ্য হয়ে গত তিন দিন আগে রাজনকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬টার রাজবাড়ী থেকে তার তিন দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে রাজন তার বন্ধু সোহাগকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খঁটির সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়।

আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিন দিন আগে রাজনকে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে খবর পেলাম  তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, সকালে আলীপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।