নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে ১৫০ পুড়িয়া (১৫ গ্রাম) হেরোইনসহ মৌসুমী বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবী, মৌসুমী বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১ আগষ্ট) দিবাগত মধ্যরাতের দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে হাতেনাতে মৌসুমী বেগমকে ১৫ গ্রাম ওজনের ১৫০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। মৌসুমীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ইতিপূর্বে ৯টি এবং মানিকগঞ্জের শিবালয় থানায় ১টি সহ মোট ১০টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, সৌসুমী বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। স্থানীয় একটি চক্রের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সে হেরোইনসহ নানা ধরনের মাদকের কারবার করে আসছিল। আজ বুধবার (২ আগষ্ট) গোয়ালন্দ ঘাট থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে আরেকটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। পরে বুধবার দুপুরেই মৌসুমী বেগমকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।