০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো ১৯ কেজি ওজনের পাঙ্গাশ মাছ

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ। সোমবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়ার চরকর্নেশনা এলাকায় বিশু হালদার নামের জেলের জালে মাছটি ধরা পড়ে। এই মৌসুমে এত বড় পাঙ্গাশ মাছ এটাই প্রথম বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও আড়তদারদের দাবী।

স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জানান, মানিকগঞ্জ তেওতার জেলে বিশু হালদার সঙ্গীদের নিয়ে প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতে নদীতে মাছ শিকারে বের হন। মধ্যরাতের দিকে দৌলতদিয়ার কর্নেশনা এলাকায় জাল ফেলে ভোরের দিকে টানা শুরু করলে গোছানো শেষে বড় ধরনের ঝাকি দেয়। জাল টানা শেষে নৌকায় তোলার সময় দেখতে পান বড় আকারের একটি পাঙ্গাশ ধরা পড়েছে। দ্রুত মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। মকিম মোল্লার আড়ত ঘরে মাছটি বিক্রির জন্য তোলেন। প্রায় ১৯ কেজি ওজনের মাছটির ডাক উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া ঘাট টার্মিনাল বাজারের মকিম মোল্লা ওরফে মকু মোল্লার ঘরে পাঙ্গাশটি তোলা হলে সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১২০০ টাকা কেজি দরে কিনে নেন। মাছটি কিনেই তিনি সরাসরি নিয়ে যান দৌলতদিয়া ফেরি ঘাট পন্টুনে। সেখানে রশি দিয়ে বেধে পানিতে ভাসিয়ে রাখেন। যোগাযোগ করতে থাকেন দূর-দূরান্তে থাকা বিভিন্ন ব্যক্তির সাথে। ইতিমধ্যে ঢাকার এক গাড়ী ব্যবসায়ী মাছটি কেনার আগ্রহ দেখিয়েছেন। তিনি কেজি প্রতি ৫০ টাকা থেকে ১০০ টাকা করে লাভ হলেই বিক্রি করে দিবেন। এই মৌসুমে তার দেখা মতে এতবড় পাঙ্গাশ মাছ এটিই প্রথম বলে তিনি দাবী করেন।

দৌলতদিয়া ঘাট মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সভাপতি সভাপতি মো. মোহন মন্ডল বলেন, এত বড় পাঙ্গাশ মৌসুমে এখন পর্যন্ত কোন আড়তদারের ঘরে আসেনি। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন। ১৯ কেজি ওজনের পাঙ্গাশ মাছ দেখতে স্থানীয় অনেক উৎসুক মানুষ ভিড় করে। পদ্মা নদীর বড় মাছের স্বাদ নিতে কার না ভালো লাগে? তবে এলাকার মানুষ সাধারণত এতবড় মাছের স্বাদ নিতে পারেনা।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, বর্ষা শুরু হওয়ায় এখন মাঝেমধ্যে এ ধরনের বড় মাছ ধরা পড়বে। ইতিমধ্যে একাধিক বড় আকারের বাগাইড় মাছ ধরা পড়েছে। প্রায় তিন মাস আগে এত বড় ওজনের একটি পাঙ্গাশ ধরা পড়েছিল। আর আজই প্রথম এত বড় পাঙ্গাশ মাছ ধরা পড়ার খবর জানলাম। আশা করি সামনে আরো বড় মাছ ধরা পড়বে বলে মনে হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো ১৯ কেজি ওজনের পাঙ্গাশ মাছ

পোস্ট হয়েছেঃ ০২:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ। সোমবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়ার চরকর্নেশনা এলাকায় বিশু হালদার নামের জেলের জালে মাছটি ধরা পড়ে। এই মৌসুমে এত বড় পাঙ্গাশ মাছ এটাই প্রথম বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও আড়তদারদের দাবী।

স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জানান, মানিকগঞ্জ তেওতার জেলে বিশু হালদার সঙ্গীদের নিয়ে প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতে নদীতে মাছ শিকারে বের হন। মধ্যরাতের দিকে দৌলতদিয়ার কর্নেশনা এলাকায় জাল ফেলে ভোরের দিকে টানা শুরু করলে গোছানো শেষে বড় ধরনের ঝাকি দেয়। জাল টানা শেষে নৌকায় তোলার সময় দেখতে পান বড় আকারের একটি পাঙ্গাশ ধরা পড়েছে। দ্রুত মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। মকিম মোল্লার আড়ত ঘরে মাছটি বিক্রির জন্য তোলেন। প্রায় ১৯ কেজি ওজনের মাছটির ডাক উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া ঘাট টার্মিনাল বাজারের মকিম মোল্লা ওরফে মকু মোল্লার ঘরে পাঙ্গাশটি তোলা হলে সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১২০০ টাকা কেজি দরে কিনে নেন। মাছটি কিনেই তিনি সরাসরি নিয়ে যান দৌলতদিয়া ফেরি ঘাট পন্টুনে। সেখানে রশি দিয়ে বেধে পানিতে ভাসিয়ে রাখেন। যোগাযোগ করতে থাকেন দূর-দূরান্তে থাকা বিভিন্ন ব্যক্তির সাথে। ইতিমধ্যে ঢাকার এক গাড়ী ব্যবসায়ী মাছটি কেনার আগ্রহ দেখিয়েছেন। তিনি কেজি প্রতি ৫০ টাকা থেকে ১০০ টাকা করে লাভ হলেই বিক্রি করে দিবেন। এই মৌসুমে তার দেখা মতে এতবড় পাঙ্গাশ মাছ এটিই প্রথম বলে তিনি দাবী করেন।

দৌলতদিয়া ঘাট মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সভাপতি সভাপতি মো. মোহন মন্ডল বলেন, এত বড় পাঙ্গাশ মৌসুমে এখন পর্যন্ত কোন আড়তদারের ঘরে আসেনি। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন। ১৯ কেজি ওজনের পাঙ্গাশ মাছ দেখতে স্থানীয় অনেক উৎসুক মানুষ ভিড় করে। পদ্মা নদীর বড় মাছের স্বাদ নিতে কার না ভালো লাগে? তবে এলাকার মানুষ সাধারণত এতবড় মাছের স্বাদ নিতে পারেনা।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, বর্ষা শুরু হওয়ায় এখন মাঝেমধ্যে এ ধরনের বড় মাছ ধরা পড়বে। ইতিমধ্যে একাধিক বড় আকারের বাগাইড় মাছ ধরা পড়েছে। প্রায় তিন মাস আগে এত বড় ওজনের একটি পাঙ্গাশ ধরা পড়েছিল। আর আজই প্রথম এত বড় পাঙ্গাশ মাছ ধরা পড়ার খবর জানলাম। আশা করি সামনে আরো বড় মাছ ধরা পড়বে বলে মনে হচ্ছে।