০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে হেরোইন সেবনকালে হাতেনাতে আটক ৫ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সেবনকালে ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরের দিকে দৌলতদিয়ার পোড়াভিটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকার মো. আলী শেখ এর ছেলে মো. ইমামুল শেখ (২১), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মো. লিয়াকত কাজীর ছেলে হেদায়েত কাজী (৩৫), বাহির চর দৌলতদিয়ার মো. আলী নূর হোসেন এর ছেলে সাফায়াত হোসেন জয় (৩০), মানিকগঞ্জের দৌলতপুর থানার চর খলসি গ্রামের মো. বজর শেখ এর ছেলে মো. ইমদাদুল ইসলাম (৩২) ও একই এলাকার বদর উদ্দিন শেখ এর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে ভ্রাম্যমান আদালত।

তিনি বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমানের তত্বাবধানে অভিযানকালে হাতেনাতে হেরোইন সেবনকালে উল্লেখিত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তারা তাদের অপরাধ স্বীকার করায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মাদক দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে হেরোইন সেবনকালে হাতেনাতে আটক ৫ জনের কারাদন্ড

পোস্ট হয়েছেঃ ০৮:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সেবনকালে ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরের দিকে দৌলতদিয়ার পোড়াভিটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকার মো. আলী শেখ এর ছেলে মো. ইমামুল শেখ (২১), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মো. লিয়াকত কাজীর ছেলে হেদায়েত কাজী (৩৫), বাহির চর দৌলতদিয়ার মো. আলী নূর হোসেন এর ছেলে সাফায়াত হোসেন জয় (৩০), মানিকগঞ্জের দৌলতপুর থানার চর খলসি গ্রামের মো. বজর শেখ এর ছেলে মো. ইমদাদুল ইসলাম (৩২) ও একই এলাকার বদর উদ্দিন শেখ এর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে ভ্রাম্যমান আদালত।

তিনি বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমানের তত্বাবধানে অভিযানকালে হাতেনাতে হেরোইন সেবনকালে উল্লেখিত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তারা তাদের অপরাধ স্বীকার করায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মাদক দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।