০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আ.লীগের শেষ মুহুর্তে প্রচারনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ একদিন পর আগামী রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার চতুর্থ দফায় সাধারণ নির্বাচন। নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনার অংশ হিসেবে শুক্রবার নৌকার পক্ষে গোয়ালন্দে আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রচারণায় অংশ গ্রহণ করেন।

শুক্রবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়। বিকেলে গোয়ালন্দ বাজার বীর মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। গোয়াালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর আ.লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম। তাঁর সফর সঙ্গী হিসেবে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নৌকার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল সহ উপজেলা ও পৌর আ.লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি শেখ ফজলে ফাহিম বলেন, ছোট্র এই গোয়ালন্দ পৌরসভার মধ্যে মাত্র ২০ কিলোমিটার সড়ক রয়েছে। এরপরও কিভাবে এত পিছনে পড়ে থাকে। আপনার স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন। নৌকার মেয়র বিজয়ী হলে এই ছোট্র পৌরসভাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের। ১০০ কোটি টাকা হলে পৌরসভার কোথাও কোন অনুন্নত থাকার সুযোগ থাকবে না। নৌকার প্রার্থী মেয়র হলে পৌরসভা উন্নত হবে।

তিনি আরো বলেন, অন্য কেউ মেয়র হলে পৌরসভা অবহেলিতই থেকে যাবে। তাই এখনই নিজে এবং আপনার পরিবারকে বুঝিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন। পথাসভা শেষে দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গোয়ালন্দ বাজারে নির্বাচনী প্রচারণার শেষ মিছিল ও গণসংযোগ করেন নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আ.লীগের শেষ মুহুর্তে প্রচারনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

পোস্ট হয়েছেঃ ০৬:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ একদিন পর আগামী রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার চতুর্থ দফায় সাধারণ নির্বাচন। নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনার অংশ হিসেবে শুক্রবার নৌকার পক্ষে গোয়ালন্দে আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রচারণায় অংশ গ্রহণ করেন।

শুক্রবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়। বিকেলে গোয়ালন্দ বাজার বীর মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। গোয়াালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর আ.লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম। তাঁর সফর সঙ্গী হিসেবে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নৌকার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল সহ উপজেলা ও পৌর আ.লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি শেখ ফজলে ফাহিম বলেন, ছোট্র এই গোয়ালন্দ পৌরসভার মধ্যে মাত্র ২০ কিলোমিটার সড়ক রয়েছে। এরপরও কিভাবে এত পিছনে পড়ে থাকে। আপনার স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন। নৌকার মেয়র বিজয়ী হলে এই ছোট্র পৌরসভাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের। ১০০ কোটি টাকা হলে পৌরসভার কোথাও কোন অনুন্নত থাকার সুযোগ থাকবে না। নৌকার প্রার্থী মেয়র হলে পৌরসভা উন্নত হবে।

তিনি আরো বলেন, অন্য কেউ মেয়র হলে পৌরসভা অবহেলিতই থেকে যাবে। তাই এখনই নিজে এবং আপনার পরিবারকে বুঝিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন। পথাসভা শেষে দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গোয়ালন্দ বাজারে নির্বাচনী প্রচারণার শেষ মিছিল ও গণসংযোগ করেন নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল।