০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিদেশী পিস্তল সহ রকি হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আরিফুল ইসলাম রকি (২৭) হত্যা মামলায় এজাহার নামীয় দুই আসামিকে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত জানান রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে সোহরাব হোসেন শাওন (২০) ও কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ইয়ামিন আলী (২২)।

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, গত শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজমোহনী ইনস্টিটিউট স্কুলের সামনে আরিফুল ইসলাম রকি নামের এক মুরগী ব্যবসায়িকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় রকির বাবা আব্দুর রাজ্জাক শেখ বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহত ২টি বিদেশি পিস্তল, ৫টি খালি কার্তুজ, ২টি কার্তুজের মাথার অংশ এবং একটি মুখোশ উদ্ধার করা হয়।এছাড়া এঘটনার সাথে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, মো. শাহনেওয়াজ রাজু, মো. মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামান।

এর আগে, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে আরিফুল ইসলাম রকি খানখানাপুর সুরাজমোহনী স্কুলের সামনে একটি কফি শফে বসে কফি খাচ্ছিলেন।এসময় দূর্বৃত্তরা দুইটি মোটরসাইকেলে এসে রকি কে গুলি করে। এসময় রকির মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন ১১ সেপ্টেম্বর সদর থানায়  হত্যা ও অস্ত্র আইনে পেনাল কোড ৩০২/৩৪  পেনাল কোড ও ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(a)  ধারায় মামলা দায়ের করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বিদেশী পিস্তল সহ রকি হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৩:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আরিফুল ইসলাম রকি (২৭) হত্যা মামলায় এজাহার নামীয় দুই আসামিকে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত জানান রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে সোহরাব হোসেন শাওন (২০) ও কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ইয়ামিন আলী (২২)।

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, গত শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজমোহনী ইনস্টিটিউট স্কুলের সামনে আরিফুল ইসলাম রকি নামের এক মুরগী ব্যবসায়িকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় রকির বাবা আব্দুর রাজ্জাক শেখ বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহত ২টি বিদেশি পিস্তল, ৫টি খালি কার্তুজ, ২টি কার্তুজের মাথার অংশ এবং একটি মুখোশ উদ্ধার করা হয়।এছাড়া এঘটনার সাথে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, মো. শাহনেওয়াজ রাজু, মো. মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামান।

এর আগে, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে আরিফুল ইসলাম রকি খানখানাপুর সুরাজমোহনী স্কুলের সামনে একটি কফি শফে বসে কফি খাচ্ছিলেন।এসময় দূর্বৃত্তরা দুইটি মোটরসাইকেলে এসে রকি কে গুলি করে। এসময় রকির মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন ১১ সেপ্টেম্বর সদর থানায়  হত্যা ও অস্ত্র আইনে পেনাল কোড ৩০২/৩৪  পেনাল কোড ও ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(a)  ধারায় মামলা দায়ের করা হয়।