০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ দুইদিন বন্ধের পর পুনরায় ফেরি চালু

রাজবাড়ীমেইল ডেস্কঃ দুই দিন বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে ও যে যেখানে আছেন সেখানে ঈদ করার সরকারি নির্দেশনা থাকায় এই নৌপথে দফায় দফায় ফেরি বন্ধ রাখা হয়।

দুইদিন বন্ধের পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুনরায় ফেরি চালু হওয়ার খবর অনেকের জানা না থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যাত্রীদের তেমন চাপ ছিল না। এছাড়া গত বুধবার একটি যাত্রীবোঝাই ফেরি দৌলতদিয়া ঘাটে ভিড়তে না দেওয়ায় এর প্রভাব পড়ে। শুক্রবার দুপুরের আগ পর্যন্ত কোন ঘাটে যাত্রীদের তেমন চাপ ছিলনা। অধিকাংশ ফেরি চালু থাকায় বিচ্ছিন্ন ভাবে সব ফেরিতে যাত্রী পারাপার হতে দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে গাড়ি ও যাত্রীদের চাপ বাড়তে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, যে যেখানে আছেন সেখানে ঈদ করার নির্দেশনা থাকায় দফায় দফায় ফেরি বন্ধ রাখা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ঘূর্ণিঝড় আম্পানে জান-মালের নিরাপত্তার স্বার্থে বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি বন্ধ রাখতে বলা হয়। তবে বুধবার দুপুরে মমূর্ষ রোগী ও করোনার নমুনা পাঠাতে বিশেষ ব্যবস্থাপনায় ছোট একটি ফেরি ছাড়ে। বেলা তিনটার দিকে ফেরিটি পাটুরিয়া থেকে ছেড়ে আসার সময় ঈদে ঘরমুখী কয়েক হাজার যাত্রী নিয়ে দৌলতদিয়ায় পৌছলে পুলিশ ফিরিয়ে দেয়। এতে ফেরিতে থাকা যাত্রী ও দুটি এ্যাম্বুলেন্সের রোগীসহ স্বজনরা চরম বিপাকে পড়েন। বৃহস্পতিবার দিবাগত রাত এগারটার দিকে পুনরায় ফেরি চালুর নির্দেশ আসলে ফেরি ছাড়ে।

ঘাট সংশ্লিষ্ট অনেকে জানায়, বৃহস্পতিবার রাত এগারটার পর ফেরি চালু হলে উভয় ঘাটে আটকে থাকা কয়েকশ গাড়ি ও কয়েক হাজার যাত্রী দ্রুত নদী পাড়ি দেয়। বিশেষ করে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে ঈদে ঘরমুখী মানুষের ব্যাপক ভিড় ছিল। এসময় কোন ফেরিতেই সামাজিক দূরত্ব বজায় বা স্বাস্থ্য সুরক্ষার কোন বালাই ছিল না।

গোয়ালন্দের সোনালী হ্যাচারীজ এর ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিক মুন্সী বলেন, বৃহস্পতিবার গোয়ালন্দ থেকে লক্ষাধিক পোল্ট্রি বাচ্চা গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ উত্তরাঞ্চলে যায়। ফেরি বন্ধ থাকায় মহা বিপাকে পড়েন। রাত সাড়ে এগারটার দিকে ফেরি চালুর খবর পেয়ে বাচ্চা বোঝাই গাড়ি ছেড়ে যায়। এসময় পাটুরিয়া থেকে আসা প্রতিটি ফেরিতে মানুষের ভিড় দেখেন।

 

শুক্রবার দুপুরের আগ পর্যন্ত দৌলতদিয়ায় দেখা যায়, আটকে থাকা অধিকাংশ গাড়ি নদী পাড়ি দিয়ে চলে গেছে। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীরা সহজেই ফেরিতে উঠছে। দুই-তিনটি যে গাড়ি পাচ্ছে তাই নিয়ে ফেরি ছেড়ে যাচ্ছে। বিপরিত দিকে পাটুরিয়া থেকে আসা প্রতিটি ফেরিতে যানবাহন বোঝাই ও যাত্রী রয়েছে।

সাভার থেকে অনেক কষ্টে বাড়ি ফিরছিলেন রাজবাড়ীর মো. স্বপন। চার ঘন্টার বেশি সময় লেগেছে পাটুরিয়া আসতে। নদী পাড়ি দিয়ে তিনি বলেন, লকডাউনে দোকান বন্ধ থাকায় তিন দিন আগে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আটকা পড়েন। সকালে ফেরি চালু হওয়ার খবর পেয়ে রওয়ানা করি। কোন গাড়ি না পাওয়ায় আসতে অনেক কষ্টে হয়েছে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরির দ্বিতীয় মাষ্টার রুমান সরকার বলেন, আমরা অনেক ঝুকি নিয়ে কাজ করছি। কয়েক দিন হাজার হাজার মানুষ ফেরিতে আসা যাওয়া করেছে। অথচ আমাদের সুরক্ষায় কোন ব্যবস্থা নাই। ঘূর্নিঝড় আম্পানে পন্টুন ছিড়ে নেয়ার উপক্রম হলে বুধবার রাতভর ফেরির ইঞ্জিন চালু রেখে পন্টুন ধরে রাখতে হয়েছে। পরদিন বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ফেরি চালুর নির্দেশনা আসলে আবার যাত্রী ও যানবাহন পারাপার শুরু করি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত এগারটার দিকে ফেরি চালুর নির্দেশনা আসলে ১৪টি ফেরি চালু করা হয়। উভয় ঘাটে আটকে থাকা সব গাড়ি শুক্রবার সকাল দশটার মধ্যে পারাপার শেষ হলে ফেরি কমিয়ে আনা হয়েছে। গাড়ির চাপ বাড়লে পুনরায় ফেরি বাড়ানো হবে। গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি পারাপার হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ দুইদিন বন্ধের পর পুনরায় ফেরি চালু

পোস্ট হয়েছেঃ ১০:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ দুই দিন বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে ও যে যেখানে আছেন সেখানে ঈদ করার সরকারি নির্দেশনা থাকায় এই নৌপথে দফায় দফায় ফেরি বন্ধ রাখা হয়।

দুইদিন বন্ধের পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুনরায় ফেরি চালু হওয়ার খবর অনেকের জানা না থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যাত্রীদের তেমন চাপ ছিল না। এছাড়া গত বুধবার একটি যাত্রীবোঝাই ফেরি দৌলতদিয়া ঘাটে ভিড়তে না দেওয়ায় এর প্রভাব পড়ে। শুক্রবার দুপুরের আগ পর্যন্ত কোন ঘাটে যাত্রীদের তেমন চাপ ছিলনা। অধিকাংশ ফেরি চালু থাকায় বিচ্ছিন্ন ভাবে সব ফেরিতে যাত্রী পারাপার হতে দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে গাড়ি ও যাত্রীদের চাপ বাড়তে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, যে যেখানে আছেন সেখানে ঈদ করার নির্দেশনা থাকায় দফায় দফায় ফেরি বন্ধ রাখা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ঘূর্ণিঝড় আম্পানে জান-মালের নিরাপত্তার স্বার্থে বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি বন্ধ রাখতে বলা হয়। তবে বুধবার দুপুরে মমূর্ষ রোগী ও করোনার নমুনা পাঠাতে বিশেষ ব্যবস্থাপনায় ছোট একটি ফেরি ছাড়ে। বেলা তিনটার দিকে ফেরিটি পাটুরিয়া থেকে ছেড়ে আসার সময় ঈদে ঘরমুখী কয়েক হাজার যাত্রী নিয়ে দৌলতদিয়ায় পৌছলে পুলিশ ফিরিয়ে দেয়। এতে ফেরিতে থাকা যাত্রী ও দুটি এ্যাম্বুলেন্সের রোগীসহ স্বজনরা চরম বিপাকে পড়েন। বৃহস্পতিবার দিবাগত রাত এগারটার দিকে পুনরায় ফেরি চালুর নির্দেশ আসলে ফেরি ছাড়ে।

ঘাট সংশ্লিষ্ট অনেকে জানায়, বৃহস্পতিবার রাত এগারটার পর ফেরি চালু হলে উভয় ঘাটে আটকে থাকা কয়েকশ গাড়ি ও কয়েক হাজার যাত্রী দ্রুত নদী পাড়ি দেয়। বিশেষ করে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে ঈদে ঘরমুখী মানুষের ব্যাপক ভিড় ছিল। এসময় কোন ফেরিতেই সামাজিক দূরত্ব বজায় বা স্বাস্থ্য সুরক্ষার কোন বালাই ছিল না।

গোয়ালন্দের সোনালী হ্যাচারীজ এর ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিক মুন্সী বলেন, বৃহস্পতিবার গোয়ালন্দ থেকে লক্ষাধিক পোল্ট্রি বাচ্চা গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ উত্তরাঞ্চলে যায়। ফেরি বন্ধ থাকায় মহা বিপাকে পড়েন। রাত সাড়ে এগারটার দিকে ফেরি চালুর খবর পেয়ে বাচ্চা বোঝাই গাড়ি ছেড়ে যায়। এসময় পাটুরিয়া থেকে আসা প্রতিটি ফেরিতে মানুষের ভিড় দেখেন।

 

শুক্রবার দুপুরের আগ পর্যন্ত দৌলতদিয়ায় দেখা যায়, আটকে থাকা অধিকাংশ গাড়ি নদী পাড়ি দিয়ে চলে গেছে। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীরা সহজেই ফেরিতে উঠছে। দুই-তিনটি যে গাড়ি পাচ্ছে তাই নিয়ে ফেরি ছেড়ে যাচ্ছে। বিপরিত দিকে পাটুরিয়া থেকে আসা প্রতিটি ফেরিতে যানবাহন বোঝাই ও যাত্রী রয়েছে।

সাভার থেকে অনেক কষ্টে বাড়ি ফিরছিলেন রাজবাড়ীর মো. স্বপন। চার ঘন্টার বেশি সময় লেগেছে পাটুরিয়া আসতে। নদী পাড়ি দিয়ে তিনি বলেন, লকডাউনে দোকান বন্ধ থাকায় তিন দিন আগে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আটকা পড়েন। সকালে ফেরি চালু হওয়ার খবর পেয়ে রওয়ানা করি। কোন গাড়ি না পাওয়ায় আসতে অনেক কষ্টে হয়েছে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরির দ্বিতীয় মাষ্টার রুমান সরকার বলেন, আমরা অনেক ঝুকি নিয়ে কাজ করছি। কয়েক দিন হাজার হাজার মানুষ ফেরিতে আসা যাওয়া করেছে। অথচ আমাদের সুরক্ষায় কোন ব্যবস্থা নাই। ঘূর্নিঝড় আম্পানে পন্টুন ছিড়ে নেয়ার উপক্রম হলে বুধবার রাতভর ফেরির ইঞ্জিন চালু রেখে পন্টুন ধরে রাখতে হয়েছে। পরদিন বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ফেরি চালুর নির্দেশনা আসলে আবার যাত্রী ও যানবাহন পারাপার শুরু করি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত এগারটার দিকে ফেরি চালুর নির্দেশনা আসলে ১৪টি ফেরি চালু করা হয়। উভয় ঘাটে আটকে থাকা সব গাড়ি শুক্রবার সকাল দশটার মধ্যে পারাপার শেষ হলে ফেরি কমিয়ে আনা হয়েছে। গাড়ির চাপ বাড়লে পুনরায় ফেরি বাড়ানো হবে। গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি পারাপার হচ্ছে।