লতিফের আত্মীয় মোহাম্মদ আলী বলেন, বানিবহ বাজার থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় তাঁর সঙ্গে মেহেদী হাসান নামের এক প্রতিবেশী ছিলেন। লতিফের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মেহেদীদের বাড়ি। মেহেদীকে তাঁর বাড়ির সামনে নামিয়ে দেওয়ার পর নিজের বাড়ির কাছে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় । তাঁর শরীরে পাঁচটি গুলি লাগে।