০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বিএনপির কর্মসূচিতে আ.লীগের বাধা, মাইক্রোবাস ভাঙচুর, সাংবাদিকদের মারধর

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির কর্মসূচি পালনে আওয়ামী লীগের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। কর্মসূচিতে যোগ দিতে আসা একটি মাইক্রোবাস ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ছবি তুলতে গিয়ে হামলাকারীদের আক্রমণের শিকার হন কয়েকজন গণমাধ্যম কর্মী।

হামলায় আহত হন দৈনিক বাংলা ও বাংলা ট্রিউবিউন এর রাজবাড়ী প্রতিনিধি মইনুল হক মৃধা, দৈনিক ইনকিলাব এর গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম। অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির দলীয় সূত্র জানায়, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্দ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩টায় গোয়ালন্দ উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালনের প্রস্তুতি নেয়। ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠ চত্বরে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। তার আগেই গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে অবস্থান গ্রহণ করেন।

বেলা পৌনে ৩টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-২০২৯) মাঠের এক পাশে মহাসড়কের পাশে দাঁড়ায়। মাইক্রোবাসে বেশ কয়েকজন আরোহী বসা ছিলেন। এসময় সরকার দলীয় কয়েকজন যুবক মাইক্রোবাসে বিএনপি নেতাকর্মীরা আছেন ভেবে ঘিরে ধরে অতর্কিতভাবে ইটপাটখেল নিক্ষেপ করে ভাঙচুর এবং গাড়ির আরোহীদের মারধর শুরু করে। এসময় কর্তব্যরত পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করলে পুলিশের ওপরও হামলাকারীরা চড়াও হয়।

গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে শুরু করলে হামলাকারীদের হামলায় গুরুতর আহত হন দৈনিক বাংলা ও বাংলা ট্রিউবিউন এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, দৈনিক ইনকিলাব এর গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু। এসময় তাদের কাছ থেকে মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম, প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা আ.লীগের সহসভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা সহ নেতাকর্মীরা।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, দলের মধ্যে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে কিছু বহিরাগত যুবক এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা তাদেরকে চিহিৃত করার চেষ্টা করছি। দলের সাথে সরাসরি জড়িত বা পদধারী কোন কর্মী এ হামলায় জড়িত নন। তবে দলের কেউ জড়িত থাকলে তাকে চিহিৃত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

হামলা ও ভাঙচুরের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা মাঠে না গিয়ে উপজেলা পরিষদের পিছনে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ এর নিজ বাসভবনের সামনে সংক্ষিপ্ত সভা করে বিএনপি। অবস্থান কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ এর সঞ্চালনায় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা আহত সংবাদকর্মীকে দেখতে হাসপাতালে যান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ বলেন, আওয়ামী লীগের বাধায় পূর্ব নির্ধারিত উপজেলা কোর্ট মাঠ চত্বরে আমরা সভা করতে পারিনি। আমাদের নেতা সাবেক সংসদ সদস্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে আসতে দেয়া হয়নি। জেলা যুবদলের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাদের মারপিট করা হয়। কয়েকজন সংবাদকর্মীকে মারপিট করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

গোয়ালন্দ ঘাট থানার এসআই মনিরুল মিয়া বলেন, আচমকা গাড়িতে হামলা করে কিছু লোকজন। ওখানে দায়িত্বরত পুলিশ জানমাল নিরাপত্তার রক্ষায় লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে অভিযোগের প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বিএনপির কর্মসূচিতে আ.লীগের বাধা, মাইক্রোবাস ভাঙচুর, সাংবাদিকদের মারধর

পোস্ট হয়েছেঃ ০৮:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির কর্মসূচি পালনে আওয়ামী লীগের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। কর্মসূচিতে যোগ দিতে আসা একটি মাইক্রোবাস ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ছবি তুলতে গিয়ে হামলাকারীদের আক্রমণের শিকার হন কয়েকজন গণমাধ্যম কর্মী।

হামলায় আহত হন দৈনিক বাংলা ও বাংলা ট্রিউবিউন এর রাজবাড়ী প্রতিনিধি মইনুল হক মৃধা, দৈনিক ইনকিলাব এর গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম। অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির দলীয় সূত্র জানায়, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্দ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩টায় গোয়ালন্দ উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালনের প্রস্তুতি নেয়। ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠ চত্বরে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। তার আগেই গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে অবস্থান গ্রহণ করেন।

বেলা পৌনে ৩টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-২০২৯) মাঠের এক পাশে মহাসড়কের পাশে দাঁড়ায়। মাইক্রোবাসে বেশ কয়েকজন আরোহী বসা ছিলেন। এসময় সরকার দলীয় কয়েকজন যুবক মাইক্রোবাসে বিএনপি নেতাকর্মীরা আছেন ভেবে ঘিরে ধরে অতর্কিতভাবে ইটপাটখেল নিক্ষেপ করে ভাঙচুর এবং গাড়ির আরোহীদের মারধর শুরু করে। এসময় কর্তব্যরত পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করলে পুলিশের ওপরও হামলাকারীরা চড়াও হয়।

গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে শুরু করলে হামলাকারীদের হামলায় গুরুতর আহত হন দৈনিক বাংলা ও বাংলা ট্রিউবিউন এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, দৈনিক ইনকিলাব এর গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু। এসময় তাদের কাছ থেকে মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম, প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা আ.লীগের সহসভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা সহ নেতাকর্মীরা।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, দলের মধ্যে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে কিছু বহিরাগত যুবক এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা তাদেরকে চিহিৃত করার চেষ্টা করছি। দলের সাথে সরাসরি জড়িত বা পদধারী কোন কর্মী এ হামলায় জড়িত নন। তবে দলের কেউ জড়িত থাকলে তাকে চিহিৃত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

হামলা ও ভাঙচুরের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা মাঠে না গিয়ে উপজেলা পরিষদের পিছনে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ এর নিজ বাসভবনের সামনে সংক্ষিপ্ত সভা করে বিএনপি। অবস্থান কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ এর সঞ্চালনায় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা আহত সংবাদকর্মীকে দেখতে হাসপাতালে যান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ বলেন, আওয়ামী লীগের বাধায় পূর্ব নির্ধারিত উপজেলা কোর্ট মাঠ চত্বরে আমরা সভা করতে পারিনি। আমাদের নেতা সাবেক সংসদ সদস্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে আসতে দেয়া হয়নি। জেলা যুবদলের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাদের মারপিট করা হয়। কয়েকজন সংবাদকর্মীকে মারপিট করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

গোয়ালন্দ ঘাট থানার এসআই মনিরুল মিয়া বলেন, আচমকা গাড়িতে হামলা করে কিছু লোকজন। ওখানে দায়িত্বরত পুলিশ জানমাল নিরাপত্তার রক্ষায় লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে অভিযোগের প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।