০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেন এর ১৭৩ তম জন্মবার্ষিকী পালিত

বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি, রাজবাড়ী জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো মীরের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদের সভাপতি বিনয় চক্রবর্তী, সাধারন সম্পাদক মুন্সী আমীর, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি প্রভাষক সুজয় পাল, সাধারন সম্পাদক প্রভাষক রকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনী পাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে তিনি জন্ম গ্রহন করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর এখানেই মহান এই মনীষীকে সমাহিত করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেন এর ১৭৩ তম জন্মবার্ষিকী পালিত

পোস্ট হয়েছেঃ ০৪:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি, রাজবাড়ী জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো মীরের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদের সভাপতি বিনয় চক্রবর্তী, সাধারন সম্পাদক মুন্সী আমীর, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি প্রভাষক সুজয় পাল, সাধারন সম্পাদক প্রভাষক রকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনী পাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে তিনি জন্ম গ্রহন করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর এখানেই মহান এই মনীষীকে সমাহিত করা হয়।