০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়াঃ কুয়াশায় দুই দফা সাড়ে পাঁচ ঘন্টা ফেরি বন্ধের পর চালু

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আবারও কুয়াশার কারণে রোববার দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে ফেরি বন্ধ হয়ে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত প্রথম দফায় চার ঘন্টা বন্ধ ছিল। প্রায় দেড় ঘন্টা পর আবার কুয়াশা ঘিরে গেলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে দ্বিতীয় দফা ফেরি বন্ধ রাখলে সকাল সোয়া ৯টার পর চালু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, রোববার রাত বাড়ার সাথে কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি বন্ধ করে দেয়। ফেরি বন্ধ হয়ে গেলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়তে থাকে যাত্রীবাহি নৈশকোচ সহ কয়েকশ অন্যান্য গাড়ি। এ সময় মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে সামনের কিছুই দেখতে না পেয়ে যানবাহন বোঝাই তিনটি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। চার ঘন্টা বন্ধের পর সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কুয়াশা কম দেখে কর্তৃপক্ষ ফেরি ছাড়ার অনুমোতি দেন।

খোরশেদ আলম আরো জানান, প্রায় দেড় ঘন্টা ফেরি চলাচল করার পর আবারও ভারি কুয়াশায় নদী অববাহিকায় অন্ধকার হয়ে আসে। এক পর্যায়ে চারদিক থেকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে ফেরি বন্ধ করে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘন্টা পর সকাল সোয়া ৯টার দিকে ফেরি চালু হয়। প্রথম দফা বন্ধের পর ফেরি চালু হলে অধিকাংশ যাত্রীবাহি নৈশ কোচ পার হয়ে যায়। দ্বিতীয় দফা বন্ধ হওয়ায় কিছু যাত্রীবাহি বাসসহ কয়েকশ পন্যবাহি গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়াঃ কুয়াশায় দুই দফা সাড়ে পাঁচ ঘন্টা ফেরি বন্ধের পর চালু

পোস্ট হয়েছেঃ ০৬:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আবারও কুয়াশার কারণে রোববার দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে ফেরি বন্ধ হয়ে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত প্রথম দফায় চার ঘন্টা বন্ধ ছিল। প্রায় দেড় ঘন্টা পর আবার কুয়াশা ঘিরে গেলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে দ্বিতীয় দফা ফেরি বন্ধ রাখলে সকাল সোয়া ৯টার পর চালু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, রোববার রাত বাড়ার সাথে কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি বন্ধ করে দেয়। ফেরি বন্ধ হয়ে গেলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়তে থাকে যাত্রীবাহি নৈশকোচ সহ কয়েকশ অন্যান্য গাড়ি। এ সময় মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে সামনের কিছুই দেখতে না পেয়ে যানবাহন বোঝাই তিনটি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। চার ঘন্টা বন্ধের পর সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কুয়াশা কম দেখে কর্তৃপক্ষ ফেরি ছাড়ার অনুমোতি দেন।

খোরশেদ আলম আরো জানান, প্রায় দেড় ঘন্টা ফেরি চলাচল করার পর আবারও ভারি কুয়াশায় নদী অববাহিকায় অন্ধকার হয়ে আসে। এক পর্যায়ে চারদিক থেকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে ফেরি বন্ধ করে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘন্টা পর সকাল সোয়া ৯টার দিকে ফেরি চালু হয়। প্রথম দফা বন্ধের পর ফেরি চালু হলে অধিকাংশ যাত্রীবাহি নৈশ কোচ পার হয়ে যায়। দ্বিতীয় দফা বন্ধ হওয়ায় কিছু যাত্রীবাহি বাসসহ কয়েকশ পন্যবাহি গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।