০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের পরিবারে অনুদান দিলেন পুলিশ সুপার

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল/১২০১১ মো. আলমগীর হোসেন গত সোমবার (৮ জুন) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। এর আগে তিনি দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন করোনায়। এরপর তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার (১৩ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে মো. আলমগীর হোসেন এর পরিবারের হাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) এর পাঠানো নগদ দুই লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা)। এ সময় মৃত কনস্টেবল আলমগীর হোসেন এর স্ত্রী জেসমিন বেগম ও তাঁর দুই পুত্র উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা) বলেন, কনস্টেবল আলমগীর হোসেন গত ৮ জুন সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। তাঁর মৃত্যুতে ডিএমপি কমিশনার মহোদয়ের দেওয়া দুই লাখ টাকা আর্থিক অনুদান পরিবারকে দেওয়া হলো। এছাড়া রোববার পুলিশ হেডর্কোয়াটাস থেকে আইজি মহোদয়ের দেওয়া আরো ৫ লাখ টাকা ও উপহার সামগ্রী তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের পরিবারে অনুদান দিলেন পুলিশ সুপার

পোস্ট হয়েছেঃ ০৭:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল/১২০১১ মো. আলমগীর হোসেন গত সোমবার (৮ জুন) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। এর আগে তিনি দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন করোনায়। এরপর তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার (১৩ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে মো. আলমগীর হোসেন এর পরিবারের হাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) এর পাঠানো নগদ দুই লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা)। এ সময় মৃত কনস্টেবল আলমগীর হোসেন এর স্ত্রী জেসমিন বেগম ও তাঁর দুই পুত্র উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা) বলেন, কনস্টেবল আলমগীর হোসেন গত ৮ জুন সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। তাঁর মৃত্যুতে ডিএমপি কমিশনার মহোদয়ের দেওয়া দুই লাখ টাকা আর্থিক অনুদান পরিবারকে দেওয়া হলো। এছাড়া রোববার পুলিশ হেডর্কোয়াটাস থেকে আইজি মহোদয়ের দেওয়া আরো ৫ লাখ টাকা ও উপহার সামগ্রী তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।