০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পণ্যবাহী ট্রাকে চাঁদা না পেয়ে চালক ও সহকারীকে মারধর, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ফেরির জন্য অপেক্ষমান লাইনে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা ট্রাক চালক ও সহকারীকে মারধর করে আহত করে। এ ঘটনায় স্থানীয় লোকজন হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মনিরুদ্দিন প্রামানিকের ছেলে আমানত প্রামানিক (৩২), একই গ্রামের সামাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৭) ও উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার মোকছেদ প্রামানিকের ছেলে মো. ফিরোজ প্রামানিক (২২)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ট্রাক চালক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।

ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৪৪৮) চালক আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর থেকে কাঁচা মরিচ বোঝাই করে ট্রাকটি নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় তার সাথে সহকারী মো. জাহাঙ্গীর গাজী ছিলেন। রাত ১টার দিকে তাদের ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানালঘাট সংলগ্ন সাইনবোর্ড এলাকায় লম্বা লাইনে পৌছে। ফেরির জন্য অপেক্ষমান গাড়ির লাইনের পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৬-৭ জনের একদল যুবক হাতে লাঠিশোঠা নিয়ে গাড়ির কাছে এসে ৪,৫০০ টাকা চাঁদা দাবী করে। এসময় তাদেরকে জানান, এই রুট দিয়ে ফেরিতে কাঁচা পণ্যের গাড়ি পার করতে হলে প্রতিবার ট্রিপের জন্য ৪,৫০০ টাকা করে দিতে হবে। টাকা দিতে অস্বীকার করায় চালক আমিরুল ইসলাম এবং সহকারী জাহাঙ্গীর গাজীকে কিল-ঘুষি এবং লাঠি দিয়ে মারধর শুরু করে। তাদের চিৎকারে দুর্বৃত্তরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় আমানত প্রামানিক, সেলিম মিয়া ও ফিরোজ প্রামানিককে আটক করে। এ সময় সড়কে কর্তব্যরত গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল মানুষের জটলা দেখে এগিয়ে গেলে আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে চালক আমিরুল ইসলাম বাদী হয়ে থানায় আটককৃত তিনজন সহ অজ্ঞাত আরো ৬-৭ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজির মামলা (নং-৩৪) দায়ের করেছেন। ওই মামলায় আটককৃত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পণ্যবাহী ট্রাকে চাঁদা না পেয়ে চালক ও সহকারীকে মারধর, গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ১০:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ফেরির জন্য অপেক্ষমান লাইনে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা ট্রাক চালক ও সহকারীকে মারধর করে আহত করে। এ ঘটনায় স্থানীয় লোকজন হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মনিরুদ্দিন প্রামানিকের ছেলে আমানত প্রামানিক (৩২), একই গ্রামের সামাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৭) ও উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার মোকছেদ প্রামানিকের ছেলে মো. ফিরোজ প্রামানিক (২২)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ট্রাক চালক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।

ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৪৪৮) চালক আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর থেকে কাঁচা মরিচ বোঝাই করে ট্রাকটি নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় তার সাথে সহকারী মো. জাহাঙ্গীর গাজী ছিলেন। রাত ১টার দিকে তাদের ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানালঘাট সংলগ্ন সাইনবোর্ড এলাকায় লম্বা লাইনে পৌছে। ফেরির জন্য অপেক্ষমান গাড়ির লাইনের পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৬-৭ জনের একদল যুবক হাতে লাঠিশোঠা নিয়ে গাড়ির কাছে এসে ৪,৫০০ টাকা চাঁদা দাবী করে। এসময় তাদেরকে জানান, এই রুট দিয়ে ফেরিতে কাঁচা পণ্যের গাড়ি পার করতে হলে প্রতিবার ট্রিপের জন্য ৪,৫০০ টাকা করে দিতে হবে। টাকা দিতে অস্বীকার করায় চালক আমিরুল ইসলাম এবং সহকারী জাহাঙ্গীর গাজীকে কিল-ঘুষি এবং লাঠি দিয়ে মারধর শুরু করে। তাদের চিৎকারে দুর্বৃত্তরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় আমানত প্রামানিক, সেলিম মিয়া ও ফিরোজ প্রামানিককে আটক করে। এ সময় সড়কে কর্তব্যরত গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল মানুষের জটলা দেখে এগিয়ে গেলে আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে চালক আমিরুল ইসলাম বাদী হয়ে থানায় আটককৃত তিনজন সহ অজ্ঞাত আরো ৬-৭ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজির মামলা (নং-৩৪) দায়ের করেছেন। ওই মামলায় আটককৃত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।