০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

খুন, গুম ভোটাধিকার হরণ ও দুর্নীতিবাজ সরকারকে হটাতে বিএনপির সংগ্রাম চলবেই

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে রাতের আঁধারের নির্বাচন হতে দেয়া হবে না। এ সরকার হাজার হাজার মানুষকে গুম করেছে হত্যা করেছে। রাতের আঁধারে নির্বাচিত সরকার এ দেশের মানুষের অধিকার হরণ করেছে।

মানুষের মৌলিক অধিকার নষ্ট করেছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে যার কারনে আজ এ সরকারকে আমেরিকার সেংশন এ পড়তে হয়েছে। আমরা এ দেশের মানুষের অধিকার যতদিন ফিরিয়ে দিতে না পারি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয় ততদিন আমরা রাজপথে থাকবো।

রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে একদফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ উপলক্ষে গোয়ালন্দ মোড়ে পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি আরও বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবি আদায়ের লক্ষে আমরা মাঠে আছি, থাকবো। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার জেলার গোয়ালন্দ মোড় এলাকায় তিন ঘন্টাব্যাপী এ পথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি’র কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্নআহবায়ক এ্যাড. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির’ আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

খুন, গুম ভোটাধিকার হরণ ও দুর্নীতিবাজ সরকারকে হটাতে বিএনপির সংগ্রাম চলবেই

পোস্ট হয়েছেঃ ১০:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে রাতের আঁধারের নির্বাচন হতে দেয়া হবে না। এ সরকার হাজার হাজার মানুষকে গুম করেছে হত্যা করেছে। রাতের আঁধারে নির্বাচিত সরকার এ দেশের মানুষের অধিকার হরণ করেছে।

মানুষের মৌলিক অধিকার নষ্ট করেছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে যার কারনে আজ এ সরকারকে আমেরিকার সেংশন এ পড়তে হয়েছে। আমরা এ দেশের মানুষের অধিকার যতদিন ফিরিয়ে দিতে না পারি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয় ততদিন আমরা রাজপথে থাকবো।

রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে একদফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ উপলক্ষে গোয়ালন্দ মোড়ে পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি আরও বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবি আদায়ের লক্ষে আমরা মাঠে আছি, থাকবো। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার জেলার গোয়ালন্দ মোড় এলাকায় তিন ঘন্টাব্যাপী এ পথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি’র কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্নআহবায়ক এ্যাড. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির’ আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।