Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন
  6. আলোচিত খবর

গোয়ালন্দে থানা মাঠে ব্যাডমিন্টন খেলা অবস্থায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১ জানুয়ারি ২০২৪, ৪:১৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা মাঠে গতকাল রোববার রাতে সহকর্মীদের সাথে ব্যাড মিন্টন খেলা অবস্থায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান গোয়েন্দা (ডিএসবি) বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মুন্সী(৫৯)। রাতেই তাঁর লাশ রাজবাড়ীর পুলিশ লাইনে নেওয়া হয়। রাতেই জানাযা নামাজ শেষে পুলিশ স্কটের মাধ্যমে লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাঁর বাড়ি পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের মৃত আসত মুন্সীর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রোববার রাত ৯টার দিকে গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মুন্সী সহ থানা পুলিশের আরো দুইজন উপপরিদর্শক (এসআই) এবং একজন কনেষ্টবল এর সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলা করছিলেন। বিপরিত পক্ষের ছোড়া বল ঠেকাতে সে পিছনের দিকে ঘুরতেই পা ফসকে ধপাস করে মাঠে পড়ে যান। প্রাথমিকভাবে সহকর্মীরা তার মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে সে গোঙরাতে থাকেন। এসময় তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ তাঁর কার্যালয়ে বসে কাজ করতে ছিলেন। সহকর্মীদের চিৎকার শুনে তিনি দৌড়ে মাঠে গিয়ে এমন অবস্থা দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সীর মৃত্যু ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ডিএসবির দারোগাকে হাসপাতালে আনা হয়। এসময় প্রাথমিক পরিক্ষা শেষে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট এ্যাটাক করে মারা গেছেন।

ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, তাৎক্ষনিক বিষয়টি রাজবাড়ী জেলা পুলিশের উর্দ্বোতন কর্মকর্তাদের অবগত করা হয়। সঙ্গে মনিরুজ্জামানের পরিবারকেও খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে রাত ১০টার দিকে মনিরুজ্জামানের লাশ রাজবাড়ী পুলিশ লাইনে নিয়ে যান। মনিরুজ্জামান মুন্সী আগামী বছর মার্চ মাসে চাকুরী থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী, তিন কন্যা এবং এক ছেলে সন্তান রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার আবুল কালাম আজাদ আজ সোমবার সকালে মুঠোফোনে জানান, রোববার রাতে পুলিশ লাইনস জামে মসজিদে মনিরুজ্জামান মুন্সীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে রাত ১২টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। একই সাথে পুলিশের বিশেষ স্কটের মাধ্যমে তাঁর লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি