০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় রাজধানী ছেড়ে আসা মানুষের ভিড় অব্যাহত, পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কঠোর লকডাউন ঘোষনার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ছুটে যাওয়া অব্যাহত রয়েছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত ফেরিতে গাদাগাদি করে নদী পাড়ি দিচ্ছে। করোনা ঝুকি নিয়ে বিভিন্ন পেশার মানুষ প্রখর রৌদ্রের মধ্যে ছুটছে। দূরপাল্লার পরিবহন না চলায় নদী পাড়ি দিয়ে আসা মানুষ ব্যাটারীচালিত অটোরিক্সা, মাহিন্দ্র, মোটরসাইকেলে করে ছুটে চলছে।

এছাড়া লকডাউন ঘোষনায় বিভিন্ন অঞ্চল থেকে পণ্যবাহী গাড়িও ছুটতে শুরু করেছে বেশি। অন্যান্য দিন দিনের বেশিরভাগ সময় অল্প সংখ্যক ফেরি দিয়ে ঘাটে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক ভাবেই করেছে। অথচ রোববার দিবাগত মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ি আসতে থাকায় পণ্যবাহী গাড়ির চাপে দীর্ঘ লাইন তৈরী হয়েছে।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়ায়  দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের সাথে মানুষে ঠাসাঠাসি। বিপরিত দিকে রাজধানীগামী ফেরিতেও যানবাহনের সাথে যাত্রীরাও ছুটছে। ফেরি ঘাটে ব্যক্তিগত গাড়ির সাথে পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য দীর্ঘ লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত ছোট গাড়ি ফেরিতে ওঠার সুযোগ পেলেও পণ্যবাহী গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দীর্ঘক্ষণ থাকতে গিয়ে অনেক চালক, সহকারী গাড়িতেই ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মাহাদুজ্জামান বলেন, করোনায় কলেজ বন্ধ। কিন্তু কোচিং খোলা থাকায় ঢাকায় ছিলাম। এখন লকডাউনের কারনে তাও বন্ধ হওয়ায় মাগুরার বাড়িতে ফিরছি। ফেরির ভিতর কি অবস্থা জানতে চাইলে বলেন, মানুষের ভিড়ের কারনে ফেরির সাদে উঠেছিলাম। কিন্তু সেখানেও ভিড়ের কারনে পা ফেলানোর জায়গা নেই। কঠোর লকডাউনের কথা বলা হয়েছে, অথচ মানুষজন কিভাবে বাড়ি ফিরবে সে চিন্তা কারো নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, লকডাউন ঘোষনায় মানুষজন ঈদের মতো নিজ নিজ নিরাপদ গন্তব্যে ছুটছেন। অন্যান্য দিন সকালে যানবাহনের চাপ তেমন না থাকায় ফেরিও কম চলেছে। অথচ রোববার দিবাগত রাত থেকে যানবাহনের চাপও অনেক বেড়ে গেছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় রাজধানী ছেড়ে আসা মানুষের ভিড় অব্যাহত, পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন

পোস্ট হয়েছেঃ ১০:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কঠোর লকডাউন ঘোষনার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ছুটে যাওয়া অব্যাহত রয়েছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত ফেরিতে গাদাগাদি করে নদী পাড়ি দিচ্ছে। করোনা ঝুকি নিয়ে বিভিন্ন পেশার মানুষ প্রখর রৌদ্রের মধ্যে ছুটছে। দূরপাল্লার পরিবহন না চলায় নদী পাড়ি দিয়ে আসা মানুষ ব্যাটারীচালিত অটোরিক্সা, মাহিন্দ্র, মোটরসাইকেলে করে ছুটে চলছে।

এছাড়া লকডাউন ঘোষনায় বিভিন্ন অঞ্চল থেকে পণ্যবাহী গাড়িও ছুটতে শুরু করেছে বেশি। অন্যান্য দিন দিনের বেশিরভাগ সময় অল্প সংখ্যক ফেরি দিয়ে ঘাটে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক ভাবেই করেছে। অথচ রোববার দিবাগত মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ি আসতে থাকায় পণ্যবাহী গাড়ির চাপে দীর্ঘ লাইন তৈরী হয়েছে।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়ায়  দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের সাথে মানুষে ঠাসাঠাসি। বিপরিত দিকে রাজধানীগামী ফেরিতেও যানবাহনের সাথে যাত্রীরাও ছুটছে। ফেরি ঘাটে ব্যক্তিগত গাড়ির সাথে পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য দীর্ঘ লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত ছোট গাড়ি ফেরিতে ওঠার সুযোগ পেলেও পণ্যবাহী গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দীর্ঘক্ষণ থাকতে গিয়ে অনেক চালক, সহকারী গাড়িতেই ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মাহাদুজ্জামান বলেন, করোনায় কলেজ বন্ধ। কিন্তু কোচিং খোলা থাকায় ঢাকায় ছিলাম। এখন লকডাউনের কারনে তাও বন্ধ হওয়ায় মাগুরার বাড়িতে ফিরছি। ফেরির ভিতর কি অবস্থা জানতে চাইলে বলেন, মানুষের ভিড়ের কারনে ফেরির সাদে উঠেছিলাম। কিন্তু সেখানেও ভিড়ের কারনে পা ফেলানোর জায়গা নেই। কঠোর লকডাউনের কথা বলা হয়েছে, অথচ মানুষজন কিভাবে বাড়ি ফিরবে সে চিন্তা কারো নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, লকডাউন ঘোষনায় মানুষজন ঈদের মতো নিজ নিজ নিরাপদ গন্তব্যে ছুটছেন। অন্যান্য দিন সকালে যানবাহনের চাপ তেমন না থাকায় ফেরিও কম চলেছে। অথচ রোববার দিবাগত রাত থেকে যানবাহনের চাপও অনেক বেড়ে গেছে।