০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে সাবেক ও নবনির্বাচিত কাউন্সিলরের মধ্যে সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহা ও নবনির্বাচিত কাউন্সিলর কার্তিক ঘোষ ও সমর্থকদের মধ্যে রোববার দিবাগত রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কাউন্সিলর সহ পাঁচজন আহত হয়েছে। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামলেও এখনো উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।

নবনির্বাচিত কাউন্সিলর কার্তিক ঘোষ অভিযোগ করেন, ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে কোমল সাহা পরাজিত হওয়ার পর আমার ওপর হামলার পরিকল্পনা করে। রোববার মহাশস্মানের মিটিং শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলাম। রেলষ্টেশনে পৌছলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা কোমল সাহার লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। কাঠের চলা দিয়ে এলোপাথারী মুখ ও মাথায় আঘাত করে জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পায়। আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ অস্বীকার করে কোমল সাহা বলেন, কালীপূজার প্রস্তুতি সভায় মহাশস্মানে কেন আমার নাতী ও ভাতিজাকে দাফন করেছি কার্তিক ঘোষ প্রশ্ন করলে সকলের মাঝে ক্ষোভ তৈরী হয়। সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ্য হলে বাসায় ফিরে যাই। রাত সাড়ে ১০টার দিকে ষ্টেশনে কার্তিক ঘোষের লোকজন আমার ছেলে, ভাতিজাকে মারধর করছে শুনে এগিয়ে গেলে ঠেকাতে গিয়ে আমিও আহত হই। বাড়িতেও হামলার জন্য আসতে থাকে। দ্রুত থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় লোকজন আমার ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহা ও ভাতিজা শুভ্র সাহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গোয়ালন্দ হাসপাতালের আরএমও নিতাই কুমার ঘোষ জানান, রাত পৌনে ১১ টার দিকে কাউন্সিলর কার্তিক ঘোষ (৪০) ও রাসেল শেখকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়। এক ঘন্টা পর রাত পৌনে ১২ টার দিকে আকাশ সাহা (২৬) ও শুভ্র সাহা (২৯) হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে যান। কার্তিক ঘোষের মুখের বাম পাশে কানের নিচে ও মাথায় লাঠির আঘাতের চিহৃ রয়েছে। সোমবার তারা হাসপাতাল ছেড়ে চলে গেছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাতে দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় আনলে পরিস্থিতি শান্ত হয়। রাতে একপক্ষ থেকে অভিযোগ দিলেও পরে উভয় পক্ষ মেয়রের হস্তক্ষেপে বসে সমাধানের আশ্বাস দিলে কেউ অভিযোগ দেয়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে সাবেক ও নবনির্বাচিত কাউন্সিলরের মধ্যে সংঘর্ষে আহত ৫

পোস্ট হয়েছেঃ ১১:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহা ও নবনির্বাচিত কাউন্সিলর কার্তিক ঘোষ ও সমর্থকদের মধ্যে রোববার দিবাগত রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কাউন্সিলর সহ পাঁচজন আহত হয়েছে। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামলেও এখনো উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।

নবনির্বাচিত কাউন্সিলর কার্তিক ঘোষ অভিযোগ করেন, ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে কোমল সাহা পরাজিত হওয়ার পর আমার ওপর হামলার পরিকল্পনা করে। রোববার মহাশস্মানের মিটিং শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলাম। রেলষ্টেশনে পৌছলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা কোমল সাহার লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। কাঠের চলা দিয়ে এলোপাথারী মুখ ও মাথায় আঘাত করে জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পায়। আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ অস্বীকার করে কোমল সাহা বলেন, কালীপূজার প্রস্তুতি সভায় মহাশস্মানে কেন আমার নাতী ও ভাতিজাকে দাফন করেছি কার্তিক ঘোষ প্রশ্ন করলে সকলের মাঝে ক্ষোভ তৈরী হয়। সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ্য হলে বাসায় ফিরে যাই। রাত সাড়ে ১০টার দিকে ষ্টেশনে কার্তিক ঘোষের লোকজন আমার ছেলে, ভাতিজাকে মারধর করছে শুনে এগিয়ে গেলে ঠেকাতে গিয়ে আমিও আহত হই। বাড়িতেও হামলার জন্য আসতে থাকে। দ্রুত থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় লোকজন আমার ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহা ও ভাতিজা শুভ্র সাহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গোয়ালন্দ হাসপাতালের আরএমও নিতাই কুমার ঘোষ জানান, রাত পৌনে ১১ টার দিকে কাউন্সিলর কার্তিক ঘোষ (৪০) ও রাসেল শেখকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়। এক ঘন্টা পর রাত পৌনে ১২ টার দিকে আকাশ সাহা (২৬) ও শুভ্র সাহা (২৯) হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে যান। কার্তিক ঘোষের মুখের বাম পাশে কানের নিচে ও মাথায় লাঠির আঘাতের চিহৃ রয়েছে। সোমবার তারা হাসপাতাল ছেড়ে চলে গেছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাতে দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় আনলে পরিস্থিতি শান্ত হয়। রাতে একপক্ষ থেকে অভিযোগ দিলেও পরে উভয় পক্ষ মেয়রের হস্তক্ষেপে বসে সমাধানের আশ্বাস দিলে কেউ অভিযোগ দেয়নি।