০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিএনপির মিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে শহরের কোর্ট চত্বর এলাকায় হওয়া সংঘর্ষে বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এসময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলের জবাবে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে বলে বিএনপি নেতাদের দাবী।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির নেতা–কর্মীরা দুটি শোভাযাত্রা বের করেন। একটি বের হয় শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে বেলা ১১টার দিকে। অপর শোভাযাত্রা বের হয় শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনের সামনে থেকে। দুপুর ১২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের রাস্তায় প্রবেশ করে। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি কোর্ট চত্বর পেরিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

সংঘর্ষের একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ও গুলতিতে করে মার্বেল ছুড়ে মারতে থাকেন। তাঁরা সড়কের পাশে থাকা আওয়ামী লীগের নেতাদের প্ল্যাকার্ড, ফেস্টুন ও তোরণ ছিঁড়ে ফেলেন। পুলিশও আদালতপাড়ার ভেতরে অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় নেতা-কর্মীরা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় অবস্থায় নেন।

বেলা সোয়া একটার দিকে বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাংবাদিকদের বলেন, ‘আগে থেকে মিছিলের রুট নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। মিছিলে ১০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলের একটি অংশ আমার বাড়িতে চলেও এসেছে। কিন্তু পেছন থেকে পুলিশ এমনটি কেন করল তা বুঝতে পারছি না।’ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি। কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন সাবেক এই সংসদ সদস্য।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, আদালত চত্বর এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশ জানমাল রক্ষায় ও পরিস্থিতি স্বাভাবিক করতে ফাঁকা গুলি ছোড়ে। বিএনপির হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বিএনপির মিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

পোস্ট হয়েছেঃ ০৭:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে শহরের কোর্ট চত্বর এলাকায় হওয়া সংঘর্ষে বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এসময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলের জবাবে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে বলে বিএনপি নেতাদের দাবী।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির নেতা–কর্মীরা দুটি শোভাযাত্রা বের করেন। একটি বের হয় শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে বেলা ১১টার দিকে। অপর শোভাযাত্রা বের হয় শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনের সামনে থেকে। দুপুর ১২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের রাস্তায় প্রবেশ করে। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি কোর্ট চত্বর পেরিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

সংঘর্ষের একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ও গুলতিতে করে মার্বেল ছুড়ে মারতে থাকেন। তাঁরা সড়কের পাশে থাকা আওয়ামী লীগের নেতাদের প্ল্যাকার্ড, ফেস্টুন ও তোরণ ছিঁড়ে ফেলেন। পুলিশও আদালতপাড়ার ভেতরে অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় নেতা-কর্মীরা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় অবস্থায় নেন।

বেলা সোয়া একটার দিকে বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাংবাদিকদের বলেন, ‘আগে থেকে মিছিলের রুট নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। মিছিলে ১০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলের একটি অংশ আমার বাড়িতে চলেও এসেছে। কিন্তু পেছন থেকে পুলিশ এমনটি কেন করল তা বুঝতে পারছি না।’ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি। কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন সাবেক এই সংসদ সদস্য।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, আদালত চত্বর এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশ জানমাল রক্ষায় ও পরিস্থিতি স্বাভাবিক করতে ফাঁকা গুলি ছোড়ে। বিএনপির হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।