০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে ডিস ব্যাবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালীর মৃগী ইউনিয়নের কলকলিয়ায় ডিস ব্যাবসাকে কেন্দ্র করে স্থানীয় ডিস ব্যাবসায়ী রবিউল ইসলাম রঞ্জু মল্লিককে মারপিট করেছে আরেক ডিস ব্যাবসায়ী সোলেমান মোল্লা। রবিউল কাসাদহ গ্রমের মৃত কেসমত মোল্লার ছেলে।

শুক্রবার সন্ধ্যার দিকে কলকলিয়া বাজার সংলগ্ন সোলেমান মোল্লার পুরাতন ভাঙ্গারীর দোকানের কাছে রবিউল ইসলাম হোন্ডা চালিয়ে এলে তার গতিরোধ করা হয়। পরে তাকে দোকানের সামনে থুথু ফেলানোর অজুহাতে সোলেমান, চুন্নু, মুনির ও মাহিম ও রাসেল সহ কয়েকজন এলোপাথারি মারপিট করতে থাকে। এসময় রবিউল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। তার কনুই, পিঠ, হাত, পায়ের বিভিন্ন স্থান ফুলে যায়। পরে রবিউল স্থানীয় একটি সারের দোকানে দৌড়ে গিয়ে উঠে। সেখান থেকে রবিউলকে মৃগী তদন্ত কেন্দ্রের এএসআই শওকত ও নুরুজ্জামান উদ্ধার করে কালুখালী স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে আত্মীয়ের কাছে পৌছে দেন।

রবিউল বলেন, তার হাতে থাকা হোন্ডার চাবি লেগে সোলেমানের পেটে সামান্য কেটে গেছে। রবিউল গত ১৫ বছর ধরে ডিস ব্যাবসা করে আসছেন। তার প্রায় ১৪টি গ্রামে ২ শতাধিক ডিস গ্রাহক রয়েছে। এই ব্যাবসাটি সোলেমানের চোখে পরে। সে তখন থেকেই তার এই ব্যাবসাটির উপর বিভিন্ন সময়ে জোর জবর দখল করার চেষ্টা চালায় সোলেমান। সোলেমানের এলাকা হওয়ায় গত ৪ মাস আগে সোলেমানের সাথে তার ডিশ ব্যাবসা নিয়ে সমস্যা চলতে থাকে। কলকলিয়ার ডিস লাইনের সমস্ত গ্রাহকদের লাইন সোলেমান জোর করে নিয়ে নেয়। এতে তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় সোলেমান মোল্লার ভাই রাসেলকে ফোন করা হলে তিনি বলেন, তার ভাই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সাথে কথা বলে আপনাকে ফোন করতে বলবো। রিপোর্ট লেখা পর্যন্ত সোলেমান বা তার ভাই রাসেলের কাছ থেকে কোন ফোন আসে নাই।

মৃগী তদন্ত কেন্দ্রের এএসআই মো. শওকত হোসেন বলেন, মারপিটের ঘটনা শুনে তিনি সেখানে যান। গিয়ে সোলেমান ও রঞ্জুর লোকজন সেখানে মারমুখী ভুমিকায় রয়েছেন। আহত অবস্থায় রবিউল ইসলাম রঞ্জুকে একটি দোকানে নিয়ে যান। তখন স্থানীয় লোকজন ও দুপক্ষের সকলকে সেখান থেকে চলে যেতে অনুরোধ জানান এবং পরিবেশ শান্ত করেন। তবে তারা ঠিক সময়ে না পৌছলে দু’পক্ষের সংঘর্ষে অপ্রিতিকর ঘটনা ঘটত। সোলেমানের পেটে আচরের দাগ রয়েছে সেখানে সেলাই করার মত কোন ক্ষত হয় নাই।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ মামলা করেন নাই। রবিউল ইসলাম রঞ্জুর পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে মামলা গ্রহন করা হবে বলে জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কালুখালীতে ডিস ব্যাবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর

পোস্ট হয়েছেঃ ০৩:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালীর মৃগী ইউনিয়নের কলকলিয়ায় ডিস ব্যাবসাকে কেন্দ্র করে স্থানীয় ডিস ব্যাবসায়ী রবিউল ইসলাম রঞ্জু মল্লিককে মারপিট করেছে আরেক ডিস ব্যাবসায়ী সোলেমান মোল্লা। রবিউল কাসাদহ গ্রমের মৃত কেসমত মোল্লার ছেলে।

শুক্রবার সন্ধ্যার দিকে কলকলিয়া বাজার সংলগ্ন সোলেমান মোল্লার পুরাতন ভাঙ্গারীর দোকানের কাছে রবিউল ইসলাম হোন্ডা চালিয়ে এলে তার গতিরোধ করা হয়। পরে তাকে দোকানের সামনে থুথু ফেলানোর অজুহাতে সোলেমান, চুন্নু, মুনির ও মাহিম ও রাসেল সহ কয়েকজন এলোপাথারি মারপিট করতে থাকে। এসময় রবিউল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। তার কনুই, পিঠ, হাত, পায়ের বিভিন্ন স্থান ফুলে যায়। পরে রবিউল স্থানীয় একটি সারের দোকানে দৌড়ে গিয়ে উঠে। সেখান থেকে রবিউলকে মৃগী তদন্ত কেন্দ্রের এএসআই শওকত ও নুরুজ্জামান উদ্ধার করে কালুখালী স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে আত্মীয়ের কাছে পৌছে দেন।

রবিউল বলেন, তার হাতে থাকা হোন্ডার চাবি লেগে সোলেমানের পেটে সামান্য কেটে গেছে। রবিউল গত ১৫ বছর ধরে ডিস ব্যাবসা করে আসছেন। তার প্রায় ১৪টি গ্রামে ২ শতাধিক ডিস গ্রাহক রয়েছে। এই ব্যাবসাটি সোলেমানের চোখে পরে। সে তখন থেকেই তার এই ব্যাবসাটির উপর বিভিন্ন সময়ে জোর জবর দখল করার চেষ্টা চালায় সোলেমান। সোলেমানের এলাকা হওয়ায় গত ৪ মাস আগে সোলেমানের সাথে তার ডিশ ব্যাবসা নিয়ে সমস্যা চলতে থাকে। কলকলিয়ার ডিস লাইনের সমস্ত গ্রাহকদের লাইন সোলেমান জোর করে নিয়ে নেয়। এতে তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় সোলেমান মোল্লার ভাই রাসেলকে ফোন করা হলে তিনি বলেন, তার ভাই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সাথে কথা বলে আপনাকে ফোন করতে বলবো। রিপোর্ট লেখা পর্যন্ত সোলেমান বা তার ভাই রাসেলের কাছ থেকে কোন ফোন আসে নাই।

মৃগী তদন্ত কেন্দ্রের এএসআই মো. শওকত হোসেন বলেন, মারপিটের ঘটনা শুনে তিনি সেখানে যান। গিয়ে সোলেমান ও রঞ্জুর লোকজন সেখানে মারমুখী ভুমিকায় রয়েছেন। আহত অবস্থায় রবিউল ইসলাম রঞ্জুকে একটি দোকানে নিয়ে যান। তখন স্থানীয় লোকজন ও দুপক্ষের সকলকে সেখান থেকে চলে যেতে অনুরোধ জানান এবং পরিবেশ শান্ত করেন। তবে তারা ঠিক সময়ে না পৌছলে দু’পক্ষের সংঘর্ষে অপ্রিতিকর ঘটনা ঘটত। সোলেমানের পেটে আচরের দাগ রয়েছে সেখানে সেলাই করার মত কোন ক্ষত হয় নাই।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ মামলা করেন নাই। রবিউল ইসলাম রঞ্জুর পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে মামলা গ্রহন করা হবে বলে জানান।