০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু বৃহস্পতিবার

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ তিন দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে। শহরের ভবানীপুর পৌর কবরস্থান সংলগ্ন মাঠে তিনদিন ব্যাপী এ ইজতেমা শুরু হবে।

সরেজমিন গিয়ে দেখা যায়, মুসল্লিদের জন্য বসানো হয়েছে অস্থায়ী ওজুখানা, শৌচাগার ও টিউবয়েল। সেই সাথে রয়েছে যানবাহন রাখার পাকিং ব্যবস্থাও। চলছে প্যান্ডেল ও মাঠ প্রস্তুতের কাজ।

রাজবাড়ী জেলা ইজতেমার তত্তাবধায়নকারী রবিউল জাহান সরকার জানান, ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা। কাকরাইল থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তিন দিন ব্যাপী ইজতেমা কাজ করেছেন তাবলিগ জামায়াতের ১২৫জন মুসল্লি। তারা নিজেরাই স্বেচ্ছায় বাঁশ, চট দিয়ে কাজ করছেন। এ ইজতেমায় জেলা ও প্রতিবেশী জেলার প্রতিনিধি সহ ২ থেকে ৪ হাজার মুসল্লির আগমন হবে। ইজতেমা শুরুর দিন থেকে শেষ হওয়ার আগের দিন পযন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। ৪ ডিসেম্বর জোহর নামাজের পূর্বে আখেরী মোনাজাতের মাধ্যামে শেষ হবে ইজতেমা।

তিনি আরও জানায়, আখেরাতে আল্লাহকে খুশি করতে তারা কাজ করছেন। চলতি মাসের ৭ নভেম্বর থেকে তারা ইজতেমা আয়োজনের কাজ শুরু করেছেন। থাকা, খাওয়া, নামাজ আদায়, রাত্রি যাপনসহ সব কিছুই তারা মাঠের এক পাশে তাবু টানিয়ে করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু বৃহস্পতিবার

পোস্ট হয়েছেঃ ০৬:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ তিন দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে। শহরের ভবানীপুর পৌর কবরস্থান সংলগ্ন মাঠে তিনদিন ব্যাপী এ ইজতেমা শুরু হবে।

সরেজমিন গিয়ে দেখা যায়, মুসল্লিদের জন্য বসানো হয়েছে অস্থায়ী ওজুখানা, শৌচাগার ও টিউবয়েল। সেই সাথে রয়েছে যানবাহন রাখার পাকিং ব্যবস্থাও। চলছে প্যান্ডেল ও মাঠ প্রস্তুতের কাজ।

রাজবাড়ী জেলা ইজতেমার তত্তাবধায়নকারী রবিউল জাহান সরকার জানান, ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা। কাকরাইল থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তিন দিন ব্যাপী ইজতেমা কাজ করেছেন তাবলিগ জামায়াতের ১২৫জন মুসল্লি। তারা নিজেরাই স্বেচ্ছায় বাঁশ, চট দিয়ে কাজ করছেন। এ ইজতেমায় জেলা ও প্রতিবেশী জেলার প্রতিনিধি সহ ২ থেকে ৪ হাজার মুসল্লির আগমন হবে। ইজতেমা শুরুর দিন থেকে শেষ হওয়ার আগের দিন পযন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। ৪ ডিসেম্বর জোহর নামাজের পূর্বে আখেরী মোনাজাতের মাধ্যামে শেষ হবে ইজতেমা।

তিনি আরও জানায়, আখেরাতে আল্লাহকে খুশি করতে তারা কাজ করছেন। চলতি মাসের ৭ নভেম্বর থেকে তারা ইজতেমা আয়োজনের কাজ শুরু করেছেন। থাকা, খাওয়া, নামাজ আদায়, রাত্রি যাপনসহ সব কিছুই তারা মাঠের এক পাশে তাবু টানিয়ে করছেন।