নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকায় গবাদিপশুর ঘাস কেটে পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরার সময় স্রোতের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা তিনজনই নদীতে পড়ে যান। মুহুর্তের মধ্যে তীব্র স্রোত তাদের ভাটিতে টেনে নেয়। প্রায় ৮ কিলোমিটার ভাটি থেকে তাদের ইঞ্জিন চালিত নৌকা যোগে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তার মোড় থেকে ট্রলার যোগে পদ্মা নদী পাড়ি দিয়ে ঘাস কাটতে যান দেবগ্রামের বেথুরী এলাকায়। দুপুর দুইটার দিকে গবাদি পশুর জন্য ঘাস কাটা শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় নৌকার মাঝি হিসেবে ছিলেন মহির উদ্দিন মন্ডল (৫০)। তার বাড়ি উপজেলার বরাট অন্তার মোড় এলাকায়। তার সাথে নৌকায় ছিলেন একই গ্রামের বৃদ্ধ আব্দুল লতিফ খান (৭০) ও উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর গ্রামের রমজান শেখ (৬৫)।
ট্রলার মাঝি মহির উদ্দিন শেখ জানান, দুপুর দুইটার দিকে তারা বেথুরী থেকে অন্তার মোড়ের দিকে ট্রলার নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছিলেন। অন্তার মোড়ের কাছাকাছি আসার পর তীব্র স্রোতে নৌকা দুলতে থাকে। এক পর্যায়ে নৌকার এক পাশ দিয়ে পানি উঠতে থাকে। নৌকায় থাকা বৃদ্ধ আব্দুল লতিফ খান ও রমজান শেখ ঘাসের বোঝা ধরে বসে থাকতে বলি। এ কথা বলতে নৌকার এক পাশ তলিয়ে যায়। তখন দ্রুত আমি নৌকার সাথে বেধে রাখা ঘাসের আটি খুলে দেই। এ সময় নৌকা তলিয়ে গেলে তাদেরকে ঘাসের বোঝা ধরে থাকতে বলি। মুহুর্তের মধ্যে আমাদের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, ভাসতে ভাসতে তিনজনই প্রায় ৬ কিলোমিটার ভাটিতে দৌলতদিয়া লঞ্চ ঘাটের কাছাকাছি আসলে একটি লঞ্চের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। তারা কেউ খেয়াল করেনি। ফেরি ঘাটের সামনে দিয়ে স্রোতে ভেসে যাওয়ার সময় একটি ট্রলার দেখে ফেলে। পরে তারা এবং পুলিশ আমাদের পিছু নিয়ে ঘাট থেকে বহুদূর চর করনেশনা এলাকা থেকে উদ্ধার করে। আল্লাহর রহমতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আমাদের উদ্ধার করেছে। আরেকটু হলে হয়তো মাঝ নদীতে চলে গেলে কেউ আমাদের আর খুঁজে পেতনা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, দুপুর থেকে আমরা দৌলতদিয়ার ৪ নম্বর ফেরি ঘাটের ভাঙন কবলিত এলাকায় অবস্থান করছিলাম। বেলা তিনটার একটু পর স্থানীয় কয়েকজন নদীতে স্রোতে ভেসে যাওয়া মানুষ দেখে আমাদের দৃষ্টি আকর্ষন করে। এ সময় স্থানীয় লিটন বেপারী নামক একজন ট্রলার নিয়ে তাদের পিছু নেয়। আমরাও পিছু নিতে ৬ নম্বর ঘাটে যাই।
তিনি আরো জানান, পৌছানোর আগেই স্রোতে তাদের আরো দূরে টেনে নেয়। ৭ নম্বর ঘাট থেকে বিআইডব্লিউটিএর একটি ইঞ্জিন চালিত নৌকা ও স্থানীয় একটি ট্রলার নিয়ে তাদের পিছু নেই। ফেরি ঘাট থেকে আরো প্রায় দুই কিলোমিটার ভাটিতে দৌলতদিয়ার শেষ সীমানা চর করনেশনা এবং উজানচর মজলিশপুর এলাকার কাছাকাছি এলাকায় তাদের পিছু নেয়া আরেক ট্রলার মাঝি লিটন বেপারীর সহযোগিতায় প্রায় ৮ কিলোমিটার ভাটি থেকে তাদেরকে ট্রলারে উদ্ধার করা হয়। তারা তিনজন গবাদিপশুর জন্য মাঝেমধ্যে ট্রলার নিয়ে ঘাস কাটতে যান। উদ্ধারের পর বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে আমরা যার যার বাড়িতে পৌছে দেয়া হয়েছে।