০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দিন শেষে একটি কম্বল ও এক প্যাকেট খাবার

মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ‘জেলেদর সাথে একদিন’ শিরোনামে জেলেদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ৫৫০ জন জেলেদের মাঝে সন্ধ্যার পূর্বে একটি করে কম্বল ও খাবার হাতে ধরিয়ে দিলেন সময় ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে সময় ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন কম্বল বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া জেলেদের ওপর নির্মিত সিনেমা ‘নোনাজলের কাব্য’ প্রদর্শিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সময় ফাউন্ডেশন এর সভাপতি ইমরান চোধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম, সদস্য পরিচালক বীজ ও উদ্যান (বিএডিসি) মোঃ মোস্তাফিজুর রহমান, লেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় একাধিক জেলে দুঃখ প্রকাশ করে বলেন, সকাল থেকে সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যার পূর্বে একটিমাত্র কম্বল ও এক প্যাকেট খাবার দিয়েছে। একটি কম্বল নিতে এসে দুই’শ টাকার অধিক ব্যয় হয়েছে। এক দিনের কর্ম বিফলে গেল। আগে জানলে এই একটি কম্বল নিতে আসতাম না।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম বলেন, এটা দুঃখজনক, যারা এসেছে তারা সারাদিন না খেয়ে বসে ছিল। রাত দশটার আগে বাড়ি যেতে পারবে না তারা।

সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী বলেন, আমাদের প্রোগ্রাম বেলা তিনটা থেকে দিনব্যাপী। আমরা তাদের জন্য খাবারের আয়োজন করেছি। তবে সে খাবারের ব্যবস্থা রাতে করা হয়েছে। আমরা বুঝতে পারি নাই যারা এসেছে তারা সারাদিন না খাওয়া।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দিন শেষে একটি কম্বল ও এক প্যাকেট খাবার

পোস্ট হয়েছেঃ ০৬:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ‘জেলেদর সাথে একদিন’ শিরোনামে জেলেদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ৫৫০ জন জেলেদের মাঝে সন্ধ্যার পূর্বে একটি করে কম্বল ও খাবার হাতে ধরিয়ে দিলেন সময় ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে সময় ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন কম্বল বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া জেলেদের ওপর নির্মিত সিনেমা ‘নোনাজলের কাব্য’ প্রদর্শিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সময় ফাউন্ডেশন এর সভাপতি ইমরান চোধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম, সদস্য পরিচালক বীজ ও উদ্যান (বিএডিসি) মোঃ মোস্তাফিজুর রহমান, লেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় একাধিক জেলে দুঃখ প্রকাশ করে বলেন, সকাল থেকে সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যার পূর্বে একটিমাত্র কম্বল ও এক প্যাকেট খাবার দিয়েছে। একটি কম্বল নিতে এসে দুই’শ টাকার অধিক ব্যয় হয়েছে। এক দিনের কর্ম বিফলে গেল। আগে জানলে এই একটি কম্বল নিতে আসতাম না।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম বলেন, এটা দুঃখজনক, যারা এসেছে তারা সারাদিন না খেয়ে বসে ছিল। রাত দশটার আগে বাড়ি যেতে পারবে না তারা।

সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী বলেন, আমাদের প্রোগ্রাম বেলা তিনটা থেকে দিনব্যাপী। আমরা তাদের জন্য খাবারের আয়োজন করেছি। তবে সে খাবারের ব্যবস্থা রাতে করা হয়েছে। আমরা বুঝতে পারি নাই যারা এসেছে তারা সারাদিন না খাওয়া।