Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

জ্বালানিসংকটে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জেনারেটর চলে না

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ আগস্ট ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে স্থানীয়দের পাশাপাশি আশপাশ থেকেও প্রতিদিন বিভিন্ন রোগী চিকিৎসা নিতে আসে। অথচ বিদ্যুৎ না থাকলে ঠিকমতো জেনারেটর চলে না। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়। কর্তৃপক্ষের দাবী, জ্বালানি স্বল্পতার কারনে নিয়মিত এ্যাম্বুলেন্স সহ জেনারেটর চালানোয় সমস্য হচ্ছে।

কয়েকদিন ধরে এমন সমস্যা জানার পর রোববার (২০ আগষ্ট) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডভর্তি রোগী। পাশাপাশি বারান্দায়ও ভরপুর রোগী রয়েছে। বারান্দায় রোগী থাকায় স্বাভাবিকভাবে চলাচলও ব্যাহত হচ্ছে। রাত পৌনে ৯টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে ভুতরে পরিবেশ তৈরী হয়। জেনারেটর থাকা সত্বেও চালু না করায় অন্ধকার পরিবেশ বিরাজ করে। এ সময় রোগী ও তার স্বজনদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরী হয়। এসময় কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে রোগীর পাশে বসে থাকতে দেখা যায়। প্রচণ্ড ভ্যাপসা গরমে গোমট পরিবেশ তৈরী হয়। এ সময় হাত পাখা ছাড়াও হাতের কাছে কাগজপত্র যা ছিল তাই দিয়ে বাতাস করতে দেখা যায়।

উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরুপারচক থেকে অসুস্থ্য অবস্থায় পুরুষ ওয়ার্ডের বারান্দায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সিদ্দিক সরদার। তার এক হাতে স্যালাইন চলছে। পাশে বসে আছেন স্ত্রী। ভিড়ের মধ্যে গরমে কষ্ট অনুভব করছেন। এরমধ্যে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। পরে দিশলাইট দিয়ে মোমবাতি জ্বালান। এরপর হাতপাখা দিয়ে বাতাস করতে থাকেন।

সিদ্দিক সরদার বলেন, দুইদিন হলো হাসপাতালের বেডে জায়গা না পেয়ে বারান্দায় পড়ে আছি। গরমে দিনের বেলায় কোনভাবে কেটে গেলেও রাতের বেলায় ভুতরে পরিবেশ তৈরী হয়। বিশেষ করে মশার কামড়ে আরো যন্ত্রনা পোহাতে হয়।
তার একটু দূরেই আরেক রোগী পেটের ব্যাথায় কাতরাচ্ছেন। অন্ধকারের ভিতর তার এক স্বজন মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে ধরেছেন। হাসপাতালের এক সেবিকা তাকে স্যালাইন দিচ্ছেন। এমন পরিবেশের মধ্যে একদিকে গরম অন্যদিকে অন্ধকার। সব মিলে হাসপাতালে ভুতুরে পরিবেশ তৈরী হয়।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসীম তারান্নুম হক বলেন, আমি যোগদানের পর থেকে জানতে পারছি এ্যাম্বুলেন্স ও জেনারেটর বাবদ পূর্বের অনেক টাকা বকেয়া রয়েছে। চলতি অর্থ বছরে এ্যাম্বুলেন্সের জ্বালানি বাবদ ৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। এর আগে পূর্বের প্রায় ৮ লাখ টাকা বকেয়া রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত জেনারেটর বাবদ প্রায় ৯৫ হাজার টাকার জ্বালানি খাতে বকেয়া রয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে এই খাতে কোন টাকা বরাদ্দ পাইনি। বকেয়া পরিশোধ করবো না বর্তমান কাজ করবো।

তিনি বলেন, জেনারেটর চালাতে হলে গড়ে প্রতিদিন ৩ লিটার ডিজেল প্রয়োজন। এ কারনে জরুরি প্রয়োজন ছাড়া এ্যাম্বুলেন্স ও জেনারেটর চালানো সম্ভব হয়ে উঠেনা। সে হিসেবে বছরে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মতো দরকার। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জনের মতো রোগী ভর্তি হয়। বর্হিবিভাগে ৫০০ থেকে ৬০০ জন রোগী চিকিৎসা নেই। এমন পরিস্থিতিতে এত রোগী সামাল দেয়া অনেক কষ্টের। তারপর প্রতিনিয়ত আমি অর্থ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পত্র লিখছি। তবে প্রয়োজনের গুরুত্ব বুঝেই জেনারেটর চালানো হয়ে থাকে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি