০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে এক মাস পর অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে এক মাস পর অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ-২০২৩/২০২৪ এর শুভ উদ্বোধন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ১৯ নভেম্বর থেকে ধান-চালের সংগ্রহ শুরু হওয়ার কথা থাকলেও কৃষকদের তালিকা পেতে দেরি হওয়ায় উদ্বোধন কার্যক্রমও দেরি হয়। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২৪ পর্যন্ত।

গোয়ালন্দ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আয়োজন করা হয় উপজেলা খাদ্য গুদাম চত্বরে। এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মুরাদ আলী প্রমূখ।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, ১৯ নভেম্বর থেকে গোয়ালন্দ উপজেলায় সরাসরি তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ধান সংগ্রহ এবং মিলারদের কাছ থেকে ৪৪ টাকা দরে মোটা সিদ্ধ চাল ক্রয় করার কথা। কিন্তু কৃষি বিভাগের কাছ থেকে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) ২০০ জন কৃষকের তালিকা হাতে পাওয়ার পর আজ (বৃহস্পতিবার) ধান-চাল সংগ্রহের উদ্বোধনের আয়োজন করা হয়। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বাজার মূল্য অনেক বেশি হওয়ায় কোন কৃষকের কাছ থেকে এখন পর্যন্ত ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। কারণ বর্তমানে বাজারে ১ হাজার ২০০ থেকে ১ হাজর ৩০০ টাকা মন দরে ধান বিক্রি হচ্ছে। অথচ সরকার কর্তৃক ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা কেজি অর্থাৎ ১ হাজার ২০০ টাকা মন। এরপর কৃষকের বাড়ি থেকে গুদাম পর্যন্ত আনতেও বাড়তি খরচ আছে।

তিনি আরো জানান, সিদ্ধ মোটা চালের সরকারিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা কেজি দরে। সেখানে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা বা তারও বেশি দরে। এরপরও মিলাররা তাদের লাইসেন্স রক্ষার্থে সরকার কর্তৃক নির্ধারিত দামেই দিতে সম্মত হয়েছে। গোয়ালন্দ উপজেলা বাজারের মের্সাস সোহাগ রাইস মিল, প্রোঃ মো. সৈয়দ আলী ও মের্সাস হারুন-অর রশিদ রাইস মিল, প্রোঃ মো. হারুন-অর রশিদ নামক দুইজন মিলারের কাছ থেকে সিদ্ধ চাল সংগ্রহের কথা রয়েছে। সেই মোতাবেক আজ উদ্বোধনী দিনে মিলারদের কাছ থেকে ৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজার মূল্য বেশি থাকায় আমরা কোন কৃষকের কাছ থেকে এখন পর্যন্ত কোন ধান সংগ্রহ করতে পারিনি। যদি কোন কৃষক ধান দিতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে ক্রয় করবো। একই সাথে চালের বাজার দর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হওয়া সত্বেও মিলাররা লাইসেন্স রক্ষায় কেজি প্রতি প্রায় ৬ টাকা করে ভুর্তকি দিয়ে চাল দিচ্ছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে এক মাস পর অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ কাজের উদ্বোধন

পোস্ট হয়েছেঃ ০৯:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে এক মাস পর অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ-২০২৩/২০২৪ এর শুভ উদ্বোধন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ১৯ নভেম্বর থেকে ধান-চালের সংগ্রহ শুরু হওয়ার কথা থাকলেও কৃষকদের তালিকা পেতে দেরি হওয়ায় উদ্বোধন কার্যক্রমও দেরি হয়। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২৪ পর্যন্ত।

গোয়ালন্দ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আয়োজন করা হয় উপজেলা খাদ্য গুদাম চত্বরে। এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মুরাদ আলী প্রমূখ।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, ১৯ নভেম্বর থেকে গোয়ালন্দ উপজেলায় সরাসরি তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ধান সংগ্রহ এবং মিলারদের কাছ থেকে ৪৪ টাকা দরে মোটা সিদ্ধ চাল ক্রয় করার কথা। কিন্তু কৃষি বিভাগের কাছ থেকে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) ২০০ জন কৃষকের তালিকা হাতে পাওয়ার পর আজ (বৃহস্পতিবার) ধান-চাল সংগ্রহের উদ্বোধনের আয়োজন করা হয়। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বাজার মূল্য অনেক বেশি হওয়ায় কোন কৃষকের কাছ থেকে এখন পর্যন্ত ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। কারণ বর্তমানে বাজারে ১ হাজার ২০০ থেকে ১ হাজর ৩০০ টাকা মন দরে ধান বিক্রি হচ্ছে। অথচ সরকার কর্তৃক ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা কেজি অর্থাৎ ১ হাজার ২০০ টাকা মন। এরপর কৃষকের বাড়ি থেকে গুদাম পর্যন্ত আনতেও বাড়তি খরচ আছে।

তিনি আরো জানান, সিদ্ধ মোটা চালের সরকারিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা কেজি দরে। সেখানে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা বা তারও বেশি দরে। এরপরও মিলাররা তাদের লাইসেন্স রক্ষার্থে সরকার কর্তৃক নির্ধারিত দামেই দিতে সম্মত হয়েছে। গোয়ালন্দ উপজেলা বাজারের মের্সাস সোহাগ রাইস মিল, প্রোঃ মো. সৈয়দ আলী ও মের্সাস হারুন-অর রশিদ রাইস মিল, প্রোঃ মো. হারুন-অর রশিদ নামক দুইজন মিলারের কাছ থেকে সিদ্ধ চাল সংগ্রহের কথা রয়েছে। সেই মোতাবেক আজ উদ্বোধনী দিনে মিলারদের কাছ থেকে ৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজার মূল্য বেশি থাকায় আমরা কোন কৃষকের কাছ থেকে এখন পর্যন্ত কোন ধান সংগ্রহ করতে পারিনি। যদি কোন কৃষক ধান দিতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে ক্রয় করবো। একই সাথে চালের বাজার দর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হওয়া সত্বেও মিলাররা লাইসেন্স রক্ষায় কেজি প্রতি প্রায় ৬ টাকা করে ভুর্তকি দিয়ে চাল দিচ্ছেন।