০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়াঃ ছয় দিন পর আবার ঘন কুয়াশা, ৭ ঘন্টা বন্ধের পর ফেরি চালু

ষ্টাফ রিপোর্টারঃ ছয় দিন বিরতির পর আবার ঘন কুয়াশায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৭ ঘন্টা ফেরি, লঞ্চ সহ সকল প্রকার নৌযান বন্ধ ছিল। মাঝ নদীতে আটকা পড়ে যানবাহন বোঝাই চারটি ফেরি। দুর্ভোগে পড়ে ফেরি এবং ঘাটে আটকা পড়া যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, টানা ছয় দিন বিরতির পর সোমবার দিবাগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে এক পর্যায়ে সামনের সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিলনা। উপায় না পেয়ে চালকদের পরামর্শে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত ২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে। ফেরিগুলোতে প্রায় ১৩০টির যানবাহন সহ কয়েকশ যাত্রী আটকা পড়ে। রাত শেষে মঙ্গলবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চালু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটের মহাসড়কগুলোতে কয়েকশ গাড়ি আটকা পড়ে।

তিনি বলেন, ৭ ঘন্টার মতো ফেরি বন্ধের কারণে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে এবং দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এরমধ্যে দৌলতদিয়া প্রান্তে অন্তত তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। শীত ও কুয়াশার মধ্যে মাঝ নদীতে ফেরিতে আটকে থাকা এবং মহাসড়কে থাকা যানবাহনের যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন।

এর আগে গত রোববার (৬ ডিসেম্বর) ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মৌসুমের প্রথম ঘন কুয়াশা পড়ে। ওই দিন নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়লে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টার দিকে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় দুই ঘন্টা পর বেলা ৯টার দিকে ফেরি চালু হয়। একই কারণে ৬ ডিসেম্বর রাতে ফেরি বন্ধ হয়ে পরদিন ৭ ডিসেম্বর সকাল পর্যন্ত ১০ ঘন্টা, ওইদিন রাত থেকে পরদিন ৮ ডিসেম্বর পর্যন্ত ১১ ঘন্টা এবং ওইদিন রাতে পুনরায় ফেরি বন্ধ হয়ে ৯ ডিসেম্বর সকাল পর্যন্ত ১২ ঘন্টাসহ মোট ৩২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ছয় দিন পর সোমবার দিবাগত মধ্যরাত থেকে পুনরায় কুয়াশার কারণে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা ফেরি বন্ধ ছিল। ফলে দুর্ভোগে পড়তে হয় আটকে থাকা যানবাহন চালক এবং যাত্রীদের।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়াঃ ছয় দিন পর আবার ঘন কুয়াশা, ৭ ঘন্টা বন্ধের পর ফেরি চালু

পোস্ট হয়েছেঃ ১২:০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ ছয় দিন বিরতির পর আবার ঘন কুয়াশায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৭ ঘন্টা ফেরি, লঞ্চ সহ সকল প্রকার নৌযান বন্ধ ছিল। মাঝ নদীতে আটকা পড়ে যানবাহন বোঝাই চারটি ফেরি। দুর্ভোগে পড়ে ফেরি এবং ঘাটে আটকা পড়া যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, টানা ছয় দিন বিরতির পর সোমবার দিবাগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে এক পর্যায়ে সামনের সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিলনা। উপায় না পেয়ে চালকদের পরামর্শে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত ২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে। ফেরিগুলোতে প্রায় ১৩০টির যানবাহন সহ কয়েকশ যাত্রী আটকা পড়ে। রাত শেষে মঙ্গলবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চালু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটের মহাসড়কগুলোতে কয়েকশ গাড়ি আটকা পড়ে।

তিনি বলেন, ৭ ঘন্টার মতো ফেরি বন্ধের কারণে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে এবং দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এরমধ্যে দৌলতদিয়া প্রান্তে অন্তত তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। শীত ও কুয়াশার মধ্যে মাঝ নদীতে ফেরিতে আটকে থাকা এবং মহাসড়কে থাকা যানবাহনের যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন।

এর আগে গত রোববার (৬ ডিসেম্বর) ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মৌসুমের প্রথম ঘন কুয়াশা পড়ে। ওই দিন নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়লে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টার দিকে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় দুই ঘন্টা পর বেলা ৯টার দিকে ফেরি চালু হয়। একই কারণে ৬ ডিসেম্বর রাতে ফেরি বন্ধ হয়ে পরদিন ৭ ডিসেম্বর সকাল পর্যন্ত ১০ ঘন্টা, ওইদিন রাত থেকে পরদিন ৮ ডিসেম্বর পর্যন্ত ১১ ঘন্টা এবং ওইদিন রাতে পুনরায় ফেরি বন্ধ হয়ে ৯ ডিসেম্বর সকাল পর্যন্ত ১২ ঘন্টাসহ মোট ৩২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ছয় দিন পর সোমবার দিবাগত মধ্যরাত থেকে পুনরায় কুয়াশার কারণে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা ফেরি বন্ধ ছিল। ফলে দুর্ভোগে পড়তে হয় আটকে থাকা যানবাহন চালক এবং যাত্রীদের।