মইন মৃধা, রাজবাড়ীঃ নৌ-পথ নিরাপদ রাখতে ও বাল্কহেডের কাগজপত্র যাচাই বাচাই করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে দৌলতদিয়া নৌ-পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পদ্মা নদীর কালাবাগান ও রাজবাড়ী সদর এর গোদার বাজার এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জেএম সিরাজুল কবির বলেন, পদ্মা নদীর নৌপথকে নিরাপদ রাখতে ও বিভিন্ন জেলা থেকে আসা বাল্কহেডের কাগজপত্র যাচাই করতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা গত ১৩নভেম্বর পদ্মায় অভিযান পরিচালনা করে ১৪টি বাল্কহেডের বৈধ কাগজপত্র না থাকায় মেরিন আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এছাড়া নৌপথে ডাকাতি ও দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া নৌ-পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় এসআই মো. ফরিদ উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজারে বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষীকোল এলাকার ফজলু সরদারের ছেলে মো. শাহাদাৎ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।