০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌর নির্বাচনঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইভাইকে আ.লীগ থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম এবং তাঁর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহনের অভিযোগে বড় ভাই পৌরসভার মেয়র, আ.লীগ নেতা মোহাম্মদ নিজাম শেখকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত পৃথক পত্রে তাদের প্রতি এই বহিস্কারাদেশ জারী করা হয়। একই সাথে তাদেরকে অবগত করতে রাতেই পত্র প্রেরণ করা হয়।

দলীয় সূত্র জানায়, আগামী ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যার্থ হওয়ায় আওয়ামী লীগ নেতা শেখ মো. নজরুল ইসলাম ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পৌরসভার ৩নম্বর ওয়ার্ড আ.লীগের সদস্য। তার বড় ভাই গোয়ালন্দ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য মোহাম্মদ নিজাম শেখও মনোনয়ন চেয়ে ব্যার্থ হলে ছোট ভাইকে প্রার্থী করে সক্রিয়ভাবে প্রচারণায় অংশগ্রহণ করছেন। এ নিয়ে উপজেলা আ.লীগ, পৌর আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। পরবর্তীতে জেলা আওয়ামী লীগ থেকে জরুরীভাবে তাদেরকে আ.লীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাথে গোয়ালন্দ উপজেলা আ.লীগের ১নম্বর সদস্য ও পৌরসভার মেয়র মোহাম্মদ নিজাম শেখকে সদস্য পদ থেকে বহিস্কারের পাশাপাশি আ.লীগের সাধারণ পদ থেকে কেন বহিস্কার করা হবেনা সে মর্মে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার পর চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তিনবার সাধারণ নির্বাচনে মেয়র মোহাম্মদ নিজাম শেখ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসছেন। গত নির্বাচনের পর তিনি সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন এর হাত ধরে রাজবাড়ীর এক জনসভায় আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগদান করেন। ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র মোহাম্মদ নিজাম শেখ স্থানীয়ভাবে দলীয় মনোনয়ন না চাইলেও কেন্দ্রে জোর চেষ্টা চালান। দলীয় প্রধান শেখ হাসিনা তাঁকে মনোনয়ন না দিয়ে গতবারের নির্বাচনে দলীয় প্রার্থী, গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডলকে পুনরায় নৌকা প্রতীক প্রদান করেন।

দলীয় সূত্র জানায়, বর্তমান মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম দলীয় মনোনয়নের জন্য স্থানীয় আ.লীগে আবেদন করেছিলেন। তৃণমূল পর্যায়ে মাত্র একটি ভোট পাওয়ায় তালিকায় তাঁর নাম পাঠানো হয়নি। এরপরও দুইভাই মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রত্যাহারের শেষ দিনে মেয়র মোহাম্মদ নিজাম শেখ তাঁর নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে ছোট ভাই শেখ মো. নজরুল ইসলামকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেন।

বর্তমানে তিনজন মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ ও ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ) লড়ছেন।

গোয়ালন্দ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮জন। এরমধ্যে পুরুষ ৮২৫৪ এবং মহিলা ভোটার সংখ্যা ৮২৯৪ জন। ৯টি ওয়ার্ডের মোট ৪৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌর নির্বাচনঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইভাইকে আ.লীগ থেকে বহিস্কার

পোস্ট হয়েছেঃ ১১:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম এবং তাঁর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহনের অভিযোগে বড় ভাই পৌরসভার মেয়র, আ.লীগ নেতা মোহাম্মদ নিজাম শেখকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত পৃথক পত্রে তাদের প্রতি এই বহিস্কারাদেশ জারী করা হয়। একই সাথে তাদেরকে অবগত করতে রাতেই পত্র প্রেরণ করা হয়।

দলীয় সূত্র জানায়, আগামী ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যার্থ হওয়ায় আওয়ামী লীগ নেতা শেখ মো. নজরুল ইসলাম ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পৌরসভার ৩নম্বর ওয়ার্ড আ.লীগের সদস্য। তার বড় ভাই গোয়ালন্দ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য মোহাম্মদ নিজাম শেখও মনোনয়ন চেয়ে ব্যার্থ হলে ছোট ভাইকে প্রার্থী করে সক্রিয়ভাবে প্রচারণায় অংশগ্রহণ করছেন। এ নিয়ে উপজেলা আ.লীগ, পৌর আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। পরবর্তীতে জেলা আওয়ামী লীগ থেকে জরুরীভাবে তাদেরকে আ.লীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাথে গোয়ালন্দ উপজেলা আ.লীগের ১নম্বর সদস্য ও পৌরসভার মেয়র মোহাম্মদ নিজাম শেখকে সদস্য পদ থেকে বহিস্কারের পাশাপাশি আ.লীগের সাধারণ পদ থেকে কেন বহিস্কার করা হবেনা সে মর্মে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার পর চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তিনবার সাধারণ নির্বাচনে মেয়র মোহাম্মদ নিজাম শেখ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসছেন। গত নির্বাচনের পর তিনি সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন এর হাত ধরে রাজবাড়ীর এক জনসভায় আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগদান করেন। ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র মোহাম্মদ নিজাম শেখ স্থানীয়ভাবে দলীয় মনোনয়ন না চাইলেও কেন্দ্রে জোর চেষ্টা চালান। দলীয় প্রধান শেখ হাসিনা তাঁকে মনোনয়ন না দিয়ে গতবারের নির্বাচনে দলীয় প্রার্থী, গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডলকে পুনরায় নৌকা প্রতীক প্রদান করেন।

দলীয় সূত্র জানায়, বর্তমান মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম দলীয় মনোনয়নের জন্য স্থানীয় আ.লীগে আবেদন করেছিলেন। তৃণমূল পর্যায়ে মাত্র একটি ভোট পাওয়ায় তালিকায় তাঁর নাম পাঠানো হয়নি। এরপরও দুইভাই মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রত্যাহারের শেষ দিনে মেয়র মোহাম্মদ নিজাম শেখ তাঁর নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে ছোট ভাই শেখ মো. নজরুল ইসলামকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেন।

বর্তমানে তিনজন মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ ও ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ) লড়ছেন।

গোয়ালন্দ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮জন। এরমধ্যে পুরুষ ৮২৫৪ এবং মহিলা ভোটার সংখ্যা ৮২৯৪ জন। ৯টি ওয়ার্ডের মোট ৪৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।