০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পাঁচ দালাল আটকের পর ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে চালকদের থেকে বাড়তি টাকা নিয়ে গাড়ি আগে পার করার চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা দৌলতদিয়া ঘাট এলাকার চিহিৃত দালাল হিসেবে পরিচিত। শনিবার ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে জরিমানা করে ছেড়ে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

দ্বন্ডপ্রাপ্তরা হলেন, মোতালেব মন্ডল (৪০), রায়হান হোসেন (৪০), আব্বাস উদ্দিন ওরফে কাওয়া আব্বাস (৫০), আয়নাল ফকির (৩৫) ও সাইফুল শেখ (২০)। এদের মধ্যে রায়হান হোসেনকে ১ হাজার টাকা ও বাকি সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এর মধ্যে রায়হানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়। বাকি সবার বাড়ি দৌলতদিয়া ঘাট সহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়। অভিযোগ রয়েছে সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় তারা এসব কাজ করে থাকেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর জানান, দ্বন্ড প্রাপ্ত ব্যক্তিরা দৌলতদিয়া ঘাট এলাকার চিহিৃত দালাল হিসেবে পরিচিত। দৌলতদিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষমান পশুর ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরিতে আগে ওঠানোর চেষ্টা করে। শুক্রবার রাতে এমন অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত ট্রাফিক ও থানা পুলিশ উল্লেখিত পাঁচ জনকে আটক করে। পরে শনিবার তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ইউএনও আমিনুল ইসলাম অর্থ দ্বন্ডে দ্বন্ডিত করে ছেড়ে দেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় পাঁচ দালাল আটকের পর ভ্রাম্যমান আদালতের জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৭:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে চালকদের থেকে বাড়তি টাকা নিয়ে গাড়ি আগে পার করার চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা দৌলতদিয়া ঘাট এলাকার চিহিৃত দালাল হিসেবে পরিচিত। শনিবার ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে জরিমানা করে ছেড়ে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

দ্বন্ডপ্রাপ্তরা হলেন, মোতালেব মন্ডল (৪০), রায়হান হোসেন (৪০), আব্বাস উদ্দিন ওরফে কাওয়া আব্বাস (৫০), আয়নাল ফকির (৩৫) ও সাইফুল শেখ (২০)। এদের মধ্যে রায়হান হোসেনকে ১ হাজার টাকা ও বাকি সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এর মধ্যে রায়হানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়। বাকি সবার বাড়ি দৌলতদিয়া ঘাট সহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়। অভিযোগ রয়েছে সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় তারা এসব কাজ করে থাকেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর জানান, দ্বন্ড প্রাপ্ত ব্যক্তিরা দৌলতদিয়া ঘাট এলাকার চিহিৃত দালাল হিসেবে পরিচিত। দৌলতদিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষমান পশুর ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরিতে আগে ওঠানোর চেষ্টা করে। শুক্রবার রাতে এমন অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত ট্রাফিক ও থানা পুলিশ উল্লেখিত পাঁচ জনকে আটক করে। পরে শনিবার তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ইউএনও আমিনুল ইসলাম অর্থ দ্বন্ডে দ্বন্ডিত করে ছেড়ে দেন।