০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আগুনে ক্ষতিগ্রস্থ রানী খাতুনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড চর আন্ধার মানিক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার হলেন, মো. রফিকুল শেখ এবং তার মেয়ে প্রবাসী রানী আক্তার।

জানা গেছে, রফিকুল ইসলামের একটি বসতঘর সেই সাথে তার মেয়ে সৌদি আরব প্রবাসী রানী আক্তারের বসত ঘর, ১টি রান্না ঘর ও ১টি গোয়ালঘর ১টি, ৩টি ছাগল, ২০টি হাঁস-মুরগী, এবং ঘরে থাকা নগদ ১লক্ষ্ টাকা স্বর্ণালঙ্কার, সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই পরিবারের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবী।

রোববার দুপুরে আগুনে পুড়ে নিঃশ্ব পরিবার দুটিকে আর্থিকভাবে সহযোগিতা করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। সেখানে গিয়ে মোস্তফা মুন্সী নিজস্ব তহবিল থেকে অসহায় সেই পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এর আগে শনিবার বিকালে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সেই পরিবারের মাঝে ২ বস্তা চাউল ও অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারীভাবে আর্থিক সহযোগিতা প্রদান করারও আশ্বাস দেন। একই সাথে একটি সরকারি পাকা ঘর দেবারও আশ্বাস প্রদান করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আগুনে ক্ষতিগ্রস্থ রানী খাতুনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

পোস্ট হয়েছেঃ ০৯:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড চর আন্ধার মানিক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার হলেন, মো. রফিকুল শেখ এবং তার মেয়ে প্রবাসী রানী আক্তার।

জানা গেছে, রফিকুল ইসলামের একটি বসতঘর সেই সাথে তার মেয়ে সৌদি আরব প্রবাসী রানী আক্তারের বসত ঘর, ১টি রান্না ঘর ও ১টি গোয়ালঘর ১টি, ৩টি ছাগল, ২০টি হাঁস-মুরগী, এবং ঘরে থাকা নগদ ১লক্ষ্ টাকা স্বর্ণালঙ্কার, সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই পরিবারের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবী।

রোববার দুপুরে আগুনে পুড়ে নিঃশ্ব পরিবার দুটিকে আর্থিকভাবে সহযোগিতা করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। সেখানে গিয়ে মোস্তফা মুন্সী নিজস্ব তহবিল থেকে অসহায় সেই পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এর আগে শনিবার বিকালে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সেই পরিবারের মাঝে ২ বস্তা চাউল ও অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারীভাবে আর্থিক সহযোগিতা প্রদান করারও আশ্বাস দেন। একই সাথে একটি সরকারি পাকা ঘর দেবারও আশ্বাস প্রদান করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল।