০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গরু নিয়ে আমাদের আর দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করতে হয়না

মইন মৃধা, গোয়ালন্দঃ কুষ্টিয়া থেকে সোমবার সকাল ৭টার দিকে ২৬টি গরু নিয়ে রওনা দিয়ে সকাল ১০ টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসেছেন ট্রাকচালক কামাল কাজী। ঘাটে কোথাও অপেক্ষা না করে সরাসরি উঠে যান ফেরিতে। এমন স্বস্তির যাত্রা এর আগের কোন বছর পাননি।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে কথা প্রসঙ্গে কথাগুলো বলছিলেন কামাল কাজী। তিনি আরো বলেন, গত বছর কোরবানীর গরু নিয়ে এ নৌরুটে নদী পার হওয়ার জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করেছি। এমনকি গত বছর সিরিয়ালে থেকেও অনেক গরু ট্রাকে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এবার পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ কম থাকায় সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। কোথাও কোন সিরিয়ালে থাকতে হয়নি। আশা করছি নদী পার হয়ে রাত ৮টার মধ্যে সিলেটে গরু নিয়ে পৌছাতে পারবো। এবার সরাসরি ফেরিতে উঠতে পারার ব্যপারীরাও অনেক খুশি।

ট্রাকে থাকা গুরুর ব্যবসায়ী আরব আলী বলেন, এবার কোরবানীর গরু কেনার ক্রেতা খুবই কম, সেজন্য কুষ্টিয়া থেকে গরু গুলো নিয়ে সিলেটে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছি। গতবার ঘাটে নদী পার হতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এবার স্বস্তিতে সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।

মেহেরপুর থেকে ঢাকাগামী পশুবাহী আরেক ট্রাক চালক মো. ইউসুফ বলেন, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সেইরকম কোন যানজট নেই। ঘাটে এখন আর বসে থাকা লাগে না। অতিরিক্ত টাকাও লাগে না।

তিনি আরো বলেন, ভোরে মেহেরপুর থেকে রওনা হয়ে ১১টার দিকে ঘাটে এসেছি। সরাসরি ফেরি পাওয়ায় অনেক ভালো লাগছে। এসময় গরু ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন বলেন, প্রতিবছরই যানজটের কারণে গরু নিয়ে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য সড়কে আটকা থাকতে হয়েছে। প্রচন্ড গরমে অনেক গরু মারাও গেছে। এবার যানজট নেই, দুর্ভোগও নেই। ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পারছি। গরুগুলোর কোন কষ্ট হচ্ছে না। এই ভাবে থাকলে আমাদের মত সাধারণ ব্যবসায়ী আর্থিক ভাবে লাভবান হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ভোগান্তি ও যানজট কমাতে আমরা সর্বক্ষণ কাজ করছি। গরুর গাড়ী, কাঁচামাল ও যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা পার করছি। বর্তমানে এ নৌরুটে ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গরু নিয়ে আমাদের আর দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করতে হয়না

পোস্ট হয়েছেঃ ০৮:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ কুষ্টিয়া থেকে সোমবার সকাল ৭টার দিকে ২৬টি গরু নিয়ে রওনা দিয়ে সকাল ১০ টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসেছেন ট্রাকচালক কামাল কাজী। ঘাটে কোথাও অপেক্ষা না করে সরাসরি উঠে যান ফেরিতে। এমন স্বস্তির যাত্রা এর আগের কোন বছর পাননি।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে কথা প্রসঙ্গে কথাগুলো বলছিলেন কামাল কাজী। তিনি আরো বলেন, গত বছর কোরবানীর গরু নিয়ে এ নৌরুটে নদী পার হওয়ার জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করেছি। এমনকি গত বছর সিরিয়ালে থেকেও অনেক গরু ট্রাকে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এবার পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ কম থাকায় সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। কোথাও কোন সিরিয়ালে থাকতে হয়নি। আশা করছি নদী পার হয়ে রাত ৮টার মধ্যে সিলেটে গরু নিয়ে পৌছাতে পারবো। এবার সরাসরি ফেরিতে উঠতে পারার ব্যপারীরাও অনেক খুশি।

ট্রাকে থাকা গুরুর ব্যবসায়ী আরব আলী বলেন, এবার কোরবানীর গরু কেনার ক্রেতা খুবই কম, সেজন্য কুষ্টিয়া থেকে গরু গুলো নিয়ে সিলেটে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছি। গতবার ঘাটে নদী পার হতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এবার স্বস্তিতে সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।

মেহেরপুর থেকে ঢাকাগামী পশুবাহী আরেক ট্রাক চালক মো. ইউসুফ বলেন, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সেইরকম কোন যানজট নেই। ঘাটে এখন আর বসে থাকা লাগে না। অতিরিক্ত টাকাও লাগে না।

তিনি আরো বলেন, ভোরে মেহেরপুর থেকে রওনা হয়ে ১১টার দিকে ঘাটে এসেছি। সরাসরি ফেরি পাওয়ায় অনেক ভালো লাগছে। এসময় গরু ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন বলেন, প্রতিবছরই যানজটের কারণে গরু নিয়ে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য সড়কে আটকা থাকতে হয়েছে। প্রচন্ড গরমে অনেক গরু মারাও গেছে। এবার যানজট নেই, দুর্ভোগও নেই। ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পারছি। গরুগুলোর কোন কষ্ট হচ্ছে না। এই ভাবে থাকলে আমাদের মত সাধারণ ব্যবসায়ী আর্থিক ভাবে লাভবান হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ভোগান্তি ও যানজট কমাতে আমরা সর্বক্ষণ কাজ করছি। গরুর গাড়ী, কাঁচামাল ও যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা পার করছি। বর্তমানে এ নৌরুটে ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে।