০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মদ্যপ অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, দল থেকে বহিস্কার

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে মদ্যপ অবস্থায় মো. নয়ন মন্ডল (৩৫) নামের এক তরুনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তিবিনষ্ট ও বিরক্ত করার অভিযোগে আটক করা হয়।

এদিকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নয়ন মন্ডলকে সাময়িকভাবে বহিস্কার করেছে।

মঙ্গলবার (০৩ আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়া রেল স্টেশন জামে মসজিদ এলাকা থেকে নয়ন মন্ডলকে আটক করে পুলিশ। নয়ন স্থানীয় মৃত শামছু মাষ্টারের ছেলে। তার বিরুদ্ধে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া টার্মিনাল এলাকায় কর্তব্যরত অবস্থায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) দেওয়ান শামীম খান খবর পান উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া দৌলতদিয়া রেল স্টেশন জামে মসজিদ সংলগ্ন এক যুবক দেশীয় তৈরি চোরাই মদ খেয়ে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করছেন। এমন সংবাদের ভিত্তিতে দেওয়ান শামীম খানসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সে সময় তারা মদ্যপ ব্যাক্তি নয়ন মন্ডলকে আটক করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে নেশাগ্রস্ত ঘোষণা দিলে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. হিরু মৃধা বলেন, আমরা এমন ঘটনার কথা শুনেছি। এ ধরনের কাজে সম্পৃক্ততার প্রমান পেয়ে দলীয় শৃঙ্খল ভঙ্গের অপরাধে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্যায়কারী কাউকেই ছাড় দেয়া হবে না। কেউ কোন প্রকার শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করার জন্য নয়ন মন্ডলের বিরুদ্ধে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মদ্যপ অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, দল থেকে বহিস্কার

পোস্ট হয়েছেঃ ০৯:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে মদ্যপ অবস্থায় মো. নয়ন মন্ডল (৩৫) নামের এক তরুনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তিবিনষ্ট ও বিরক্ত করার অভিযোগে আটক করা হয়।

এদিকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নয়ন মন্ডলকে সাময়িকভাবে বহিস্কার করেছে।

মঙ্গলবার (০৩ আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়া রেল স্টেশন জামে মসজিদ এলাকা থেকে নয়ন মন্ডলকে আটক করে পুলিশ। নয়ন স্থানীয় মৃত শামছু মাষ্টারের ছেলে। তার বিরুদ্ধে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া টার্মিনাল এলাকায় কর্তব্যরত অবস্থায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) দেওয়ান শামীম খান খবর পান উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া দৌলতদিয়া রেল স্টেশন জামে মসজিদ সংলগ্ন এক যুবক দেশীয় তৈরি চোরাই মদ খেয়ে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করছেন। এমন সংবাদের ভিত্তিতে দেওয়ান শামীম খানসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সে সময় তারা মদ্যপ ব্যাক্তি নয়ন মন্ডলকে আটক করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে নেশাগ্রস্ত ঘোষণা দিলে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. হিরু মৃধা বলেন, আমরা এমন ঘটনার কথা শুনেছি। এ ধরনের কাজে সম্পৃক্ততার প্রমান পেয়ে দলীয় শৃঙ্খল ভঙ্গের অপরাধে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্যায়কারী কাউকেই ছাড় দেয়া হবে না। কেউ কোন প্রকার শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করার জন্য নয়ন মন্ডলের বিরুদ্ধে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।