০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতির ঘটনায় তরুণ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে জুয়েল মোল্লা ওরফে বাদশা (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার মৃত আব্দুল মোতালেব মাষ্টারের ছেলে। তার বিরুদ্ধে ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১৫ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকার মেহগনি বাগানে আন্তঃজেলা ডাকাত সদস্যরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে এস.আই হাবিবুর রহমান, এস.আই দেওয়ান শামীম খান, এএসআই মনিরুল আলম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় হাতেনাতে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার ঝন্টু সাহা (৩২), মানিকগঞ্জ শিবালয় থানার নতুন পাড়া গ্রামের রতন শেখ (২৫), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ইসমাঈল মোল্লা (২৩), রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের বালিয়ারচর গ্রামের রুবেল মুন্সী (৩০) ও ফরিদপুর মধুখালী উপজেলার পশ্চিম পাড়াখোলা গ্রামের সাগর শেখ (৩৫) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে। আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। ডাকাতদের ফেলে যাওয়া চটের বস্তাভর্তি দুটি রামদা, কয়েকটি চাকু, গাছের গুঁড়ি জব্দ করে। পুলিশ এ ঘটনায় ২০ নভেম্বর সকালে খুলনার পটিয়াঘাট খাড়াবাদ বামতলী গ্রামের আমজাদ শেখের ছেলে উত্তর দৌলতদিয়া হঠাৎ পাড়ার রুবেল ওরফে রবি শেখ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে পুলিশ সোমবার সকালে জুলে ওরফে বাদশা মোল্লাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের হাতে মোট ৭জন গ্রেপ্তার হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মহাসড়কের গোয়ালন্দের বিভিন্ন পয়েন্টে গতি নিরোধক (স্পীডব্রেকার) এর কাছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের গতি কমে আসলে আন্তঃজেলা ডাকাত দলের এসব সদস্য ডাকাতির চেষ্টা করে থাকে। ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে দেশীয় অস্ত্রসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে সোমবার বিকেলে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতির ঘটনায় তরুণ গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৭:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে জুয়েল মোল্লা ওরফে বাদশা (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার মৃত আব্দুল মোতালেব মাষ্টারের ছেলে। তার বিরুদ্ধে ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১৫ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকার মেহগনি বাগানে আন্তঃজেলা ডাকাত সদস্যরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে এস.আই হাবিবুর রহমান, এস.আই দেওয়ান শামীম খান, এএসআই মনিরুল আলম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় হাতেনাতে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার ঝন্টু সাহা (৩২), মানিকগঞ্জ শিবালয় থানার নতুন পাড়া গ্রামের রতন শেখ (২৫), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ইসমাঈল মোল্লা (২৩), রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের বালিয়ারচর গ্রামের রুবেল মুন্সী (৩০) ও ফরিদপুর মধুখালী উপজেলার পশ্চিম পাড়াখোলা গ্রামের সাগর শেখ (৩৫) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে। আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। ডাকাতদের ফেলে যাওয়া চটের বস্তাভর্তি দুটি রামদা, কয়েকটি চাকু, গাছের গুঁড়ি জব্দ করে। পুলিশ এ ঘটনায় ২০ নভেম্বর সকালে খুলনার পটিয়াঘাট খাড়াবাদ বামতলী গ্রামের আমজাদ শেখের ছেলে উত্তর দৌলতদিয়া হঠাৎ পাড়ার রুবেল ওরফে রবি শেখ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে পুলিশ সোমবার সকালে জুলে ওরফে বাদশা মোল্লাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের হাতে মোট ৭জন গ্রেপ্তার হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মহাসড়কের গোয়ালন্দের বিভিন্ন পয়েন্টে গতি নিরোধক (স্পীডব্রেকার) এর কাছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের গতি কমে আসলে আন্তঃজেলা ডাকাত দলের এসব সদস্য ডাকাতির চেষ্টা করে থাকে। ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে দেশীয় অস্ত্রসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে সোমবার বিকেলে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।