০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মোটরসাইকেল না পেয়ে অভিমানী কিশোরের আত্মহত্যা!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল কিনে না দেওয়ার অভিমানে শনিবার রাতে বিষপানে নয়ন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নয়ন গোয়ালন্দ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কৃষক ওয়ালির ছেলে।

শনিবার রাতে ইদুর মারা বিষ খেলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়া শুরু করলে তাকে ওই রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রাত বারোটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। নিহত নয়নের খালু মোঃ নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত নয়ন ও তার ভাই সজিব ঢাকার আশুলিয়া অঞ্চলে একটি ইলেকট্রনিক মেকানিক কারখানায় কাজ করতো। দীর্ঘদিন শিক্ষানবিশ থাকার পর গত মাস থেকে তার বেতন চালু হয়।এবার ঈদুল আযহায় বাড়ি আসার পর থেকেই সে বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। এর জন্য সে কয়েকদিন খাওয়া-দাওয়াও বন্ধ করে দেয়। অবশেষে বিষ পানে আত্মহত্যা করে।

গোয়ালন্দ পৌরসভার স্হানীয় কাউন্সিলর ফজলুল হক জানান, মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোর নয়ন বিষপান করে আত্মহত্যা করে বলে জেনেছি। তার বাবা দরিদ্র কৃষক হলেও সে পরে কিনে দিতে চান। কিন্তু অবুঝ ছেলে তা শোনেনি। এরপর সে অভিমান করে বিষপান করে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মোটরসাইকেল না পেয়ে অভিমানী কিশোরের আত্মহত্যা!

পোস্ট হয়েছেঃ ০৭:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল কিনে না দেওয়ার অভিমানে শনিবার রাতে বিষপানে নয়ন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নয়ন গোয়ালন্দ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কৃষক ওয়ালির ছেলে।

শনিবার রাতে ইদুর মারা বিষ খেলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়া শুরু করলে তাকে ওই রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রাত বারোটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। নিহত নয়নের খালু মোঃ নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত নয়ন ও তার ভাই সজিব ঢাকার আশুলিয়া অঞ্চলে একটি ইলেকট্রনিক মেকানিক কারখানায় কাজ করতো। দীর্ঘদিন শিক্ষানবিশ থাকার পর গত মাস থেকে তার বেতন চালু হয়।এবার ঈদুল আযহায় বাড়ি আসার পর থেকেই সে বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। এর জন্য সে কয়েকদিন খাওয়া-দাওয়াও বন্ধ করে দেয়। অবশেষে বিষ পানে আত্মহত্যা করে।

গোয়ালন্দ পৌরসভার স্হানীয় কাউন্সিলর ফজলুল হক জানান, মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোর নয়ন বিষপান করে আত্মহত্যা করে বলে জেনেছি। তার বাবা দরিদ্র কৃষক হলেও সে পরে কিনে দিতে চান। কিন্তু অবুঝ ছেলে তা শোনেনি। এরপর সে অভিমান করে বিষপান করে।