নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো যশোরের চৌগাছা উপজেলার ছুটার হুদা গ্রামের আলেমান খাঁর ছেলে মো. শহীদ খাঁ (৩৫) ও একই উপজেলার দিঘরী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মাসুম (২৫)। তাদের কাছ থেকে পুলিশ ৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকাগামী দূরপাল্লার যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জননী পরিবহন নামের একটি ঢাকাগামী যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ শহীদ খাঁ ও মো. মাসুম নামের দুই বাস যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এর মদ্যে মাসুমের বিরুদ্ধে পূর্বেও আরেকটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
ওসি আরো জানান, রোববার (৩ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা দায়ের শেষে রোববার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।