০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে চেয়ারম্যান নিয়ে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীরের নামে ফেসবুকে অপপ্রচারের চালানোয় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নবাবপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. বাদশা আলমগীর সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সবশেষ ফরিদপুরের বিকাশ শিল্পগোষ্ঠী সহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একজন নারী শিল্পীর সাথে নবাবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. আবু তালেব নৃত্য পরিবেশন করেন। শত শত দর্শক স্রোতাদের মধ্যে তিনি নৃত্য করেন। সেই নৃত্যের একটি খন্ডিত অংশে ‘ঈৎরসব জধলনধৎর’ নামের একটি ফেসবুক পেজে আমাকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেওয়া হয়। আমি এই ঘটনায় মর্মাহত হয়েছি। এই ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রচারের বিচার প্রার্থনা করে দোষীদের শাস্তির দাবি করেন চেয়ারম্যান মো. বাদশা আলমগীর।

সংবাদ সম্মেলন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচার করায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দিতে চেয়ারম্যান নিয়ে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পোস্ট হয়েছেঃ ০৬:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীরের নামে ফেসবুকে অপপ্রচারের চালানোয় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নবাবপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. বাদশা আলমগীর সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সবশেষ ফরিদপুরের বিকাশ শিল্পগোষ্ঠী সহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একজন নারী শিল্পীর সাথে নবাবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. আবু তালেব নৃত্য পরিবেশন করেন। শত শত দর্শক স্রোতাদের মধ্যে তিনি নৃত্য করেন। সেই নৃত্যের একটি খন্ডিত অংশে ‘ঈৎরসব জধলনধৎর’ নামের একটি ফেসবুক পেজে আমাকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেওয়া হয়। আমি এই ঘটনায় মর্মাহত হয়েছি। এই ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রচারের বিচার প্রার্থনা করে দোষীদের শাস্তির দাবি করেন চেয়ারম্যান মো. বাদশা আলমগীর।

সংবাদ সম্মেলন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচার করায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।