০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যানজটে আটকে থাকা নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরির জন্য রোববার দিবাগত মধ্যরাতে অপেক্ষমান যানবাহনের জ্যামে আটকে থাকা এক নারী বাসযাত্রীর ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ আশিক মোল্লা (২০) নামের এক চিহিৃত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। আশিকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক, ছিনতাইসহ বিভিন্ন ধরনের ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আশিক মোল্লা গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে। সোমবার ভোররাতের দিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তার কাছ থেকে খোয়া যাওয়া মুঠোফোন, নগদ টাকা ও একটি ধারালো চাকু উদ্ধার করেছে।

পুলিশ ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (৯ জানুয়ারী) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলী আট নগর গ্রামের আব্দুস সালামের মেয়ে সাবরিনা সুলতানা (২২) চুয়াডাঙ্গা থেকে সিডি ডিলাক্স নামক পরিবহনের করে দুই ভাতিজাকে সাথে করে ঢাকায় যাচ্ছিলেন। তাদের বাসটি রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট সংলগ্ন এ্যালিনা মেম্বারের বাড়ির সামনে সিরিয়ালে আটকা পড়ে। এসময় বড় ভাইয়ের মেয়ে মোস্তারীর(১০) প্রকৃতির ডাকে সারা দেয়ায় তাকে নিয়ে বাস থেকে নেমে রাস্তার ধারে বসে। রাত অনুমান দেড়টার দিকে ২-৩জন অজ্ঞাত ছিনতাইকারী এসে তাদেরকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ঝাপটে ধরে কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে একটি মুঠোফোন, নগদ ১,১৫০ টাকা, একটি কুরআন শরীফ ও কিছু কসমেটিক্স ছিল। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ধাওয়া দিলে ছিনতাইকারীরা এসে পালিয়ে যায়। পরে সকালে তিনি এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আশিক মোল্লা একজন চিহিৃত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তিনদিন আগে জামিনে বের হয়ে পুনরায় ছিনতাই, মাদকসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই, মাদক, চুরিসহ ১২টি মামলা রয়েছে। তাকে আজ সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তারের পর রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

যানজটে আটকে থাকা নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ০৪:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরির জন্য রোববার দিবাগত মধ্যরাতে অপেক্ষমান যানবাহনের জ্যামে আটকে থাকা এক নারী বাসযাত্রীর ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ আশিক মোল্লা (২০) নামের এক চিহিৃত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। আশিকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক, ছিনতাইসহ বিভিন্ন ধরনের ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আশিক মোল্লা গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে। সোমবার ভোররাতের দিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তার কাছ থেকে খোয়া যাওয়া মুঠোফোন, নগদ টাকা ও একটি ধারালো চাকু উদ্ধার করেছে।

পুলিশ ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (৯ জানুয়ারী) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলী আট নগর গ্রামের আব্দুস সালামের মেয়ে সাবরিনা সুলতানা (২২) চুয়াডাঙ্গা থেকে সিডি ডিলাক্স নামক পরিবহনের করে দুই ভাতিজাকে সাথে করে ঢাকায় যাচ্ছিলেন। তাদের বাসটি রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট সংলগ্ন এ্যালিনা মেম্বারের বাড়ির সামনে সিরিয়ালে আটকা পড়ে। এসময় বড় ভাইয়ের মেয়ে মোস্তারীর(১০) প্রকৃতির ডাকে সারা দেয়ায় তাকে নিয়ে বাস থেকে নেমে রাস্তার ধারে বসে। রাত অনুমান দেড়টার দিকে ২-৩জন অজ্ঞাত ছিনতাইকারী এসে তাদেরকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ঝাপটে ধরে কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে একটি মুঠোফোন, নগদ ১,১৫০ টাকা, একটি কুরআন শরীফ ও কিছু কসমেটিক্স ছিল। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ধাওয়া দিলে ছিনতাইকারীরা এসে পালিয়ে যায়। পরে সকালে তিনি এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আশিক মোল্লা একজন চিহিৃত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তিনদিন আগে জামিনে বের হয়ে পুনরায় ছিনতাই, মাদকসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই, মাদক, চুরিসহ ১২টি মামলা রয়েছে। তাকে আজ সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তারের পর রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।