০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উত্তোরন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শনিবার দুপুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে উত্তরন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এসব কম্বল ওই সব সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল তুলে দেন।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ও উত্তরন ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক সহযোগিতায় উত্তোরন ফাউন্ডেশন এসব কম্বল বিতরণ করে। দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য হাসপাতাল মাঠে শনিবার দুপুরে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে যৌনপল্লি ও আশপাশ এলাকার সুবিধা বঞ্চিত বয়স্ক নারী-পুরুষ সহ হত দরিদ্র ১,৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর।

যৌনকর্মীদের নিজস্ব সংগঠন ‘অসহায় নারী ঐক্য সংগঠন’ এর সহযোগিতায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফুজ্জামান, অসহায় নারী ঐক্য সংঠনের সভাপতি ঝুমুর বেগম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমূখ ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণকালে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, যৌনপল্লির বাসিন্দারা স্বাভাবিকভাবেই সমাজে অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষ। তাদেরকে পুজি করে এক শ্রেনীর মানুষ অন্যায়ভাবে সুবিধা আদায় করবে তা কোনভাবে মেনে নেওয়া হবে না। এমনকি যৌনপল্লি ঘিরে যে কোন ধরনের অপরাধকে শক্ত হাতে দমন করা হবে। যে যতবড় শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিই হননা কেন। এখানে যে কোন ধরনের অপরাধকে পুলিশ বাহিনী কঠোর হস্তে দমন করবে।

পুলিশ সুপার আরো বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান মহোদয় একজন অতি মানবিক মানুষ। তিনি সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবহিকতায় দৌলতদিয়া যৌনপল্লির সুবিধা বঞ্চিত মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল পাঠিয়েছেন। ইতিপূর্বে করোনাকালীন সময়ে এখানকার মানুষের জন্য একাধিকবার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা, কোরবানীর ঈদের সময় মাংস বিতরণের মতো কাজ করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উত্তোরন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৪:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শনিবার দুপুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে উত্তরন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এসব কম্বল ওই সব সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল তুলে দেন।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ও উত্তরন ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক সহযোগিতায় উত্তোরন ফাউন্ডেশন এসব কম্বল বিতরণ করে। দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য হাসপাতাল মাঠে শনিবার দুপুরে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে যৌনপল্লি ও আশপাশ এলাকার সুবিধা বঞ্চিত বয়স্ক নারী-পুরুষ সহ হত দরিদ্র ১,৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর।

যৌনকর্মীদের নিজস্ব সংগঠন ‘অসহায় নারী ঐক্য সংগঠন’ এর সহযোগিতায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফুজ্জামান, অসহায় নারী ঐক্য সংঠনের সভাপতি ঝুমুর বেগম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমূখ ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণকালে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, যৌনপল্লির বাসিন্দারা স্বাভাবিকভাবেই সমাজে অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষ। তাদেরকে পুজি করে এক শ্রেনীর মানুষ অন্যায়ভাবে সুবিধা আদায় করবে তা কোনভাবে মেনে নেওয়া হবে না। এমনকি যৌনপল্লি ঘিরে যে কোন ধরনের অপরাধকে শক্ত হাতে দমন করা হবে। যে যতবড় শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিই হননা কেন। এখানে যে কোন ধরনের অপরাধকে পুলিশ বাহিনী কঠোর হস্তে দমন করবে।

পুলিশ সুপার আরো বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান মহোদয় একজন অতি মানবিক মানুষ। তিনি সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবহিকতায় দৌলতদিয়া যৌনপল্লির সুবিধা বঞ্চিত মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল পাঠিয়েছেন। ইতিপূর্বে করোনাকালীন সময়ে এখানকার মানুষের জন্য একাধিকবার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা, কোরবানীর ঈদের সময় মাংস বিতরণের মতো কাজ করেছেন।