০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার করোনায় আক্রান্ত

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার (৭৪) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সোমবার রাতে রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে শহরের নিজ বাড়িতে হোম আইসোলেশনে পারিবারিক চিকিৎসকের তত্বাবধানে আছেন।

ফকীর আব্দুল জব্বার রাজনীতির পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করতেন। তাঁর হাতে গড়া রাজবাড়ী জেলায় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজ ছাড়াও বেশ কয়েকটি স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া তাঁর পরিচালনাধীন নিজস্ব বেসরকারী সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়িয়েছেন। সম্প্রতি তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি জেলা স্বাস্থ্য বিভাগে করনোর নমুনা প্রদান করেন। গত সোমবার (১৭ আগষ্ট) রাতে তাঁর করোনা পজিটিভ হিসেবে রির্পোট আসে। এরপর থেকে তিনি রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা মহল্লার নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে পারিবারিক চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করছেন।

তাঁর একমাত্র কন্যা রাজবাড়ীর ডাক্তার আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন জানান, আব্বু রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে তিনি সার্বক্ষনিক বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়াতেন। করোনাকালীন সময় তিনি অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা প্রদান কাজে ব্যস্ত থাকেন। এছাড়া সম্প্রতি জেলায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাদের প্রতিটি জানাযায় অংশ গ্রহণ করেন। একই সাথে বিভিন্ন সামাজিক কর্মকা- অব্যাহত রাখায় ধারণা করা হচ্ছে এখান থেকে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তিনি সুস্থ্য আছেন। তিনি সকলের কাছে সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার করোনায় আক্রান্ত

পোস্ট হয়েছেঃ ০৮:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার (৭৪) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সোমবার রাতে রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে শহরের নিজ বাড়িতে হোম আইসোলেশনে পারিবারিক চিকিৎসকের তত্বাবধানে আছেন।

ফকীর আব্দুল জব্বার রাজনীতির পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করতেন। তাঁর হাতে গড়া রাজবাড়ী জেলায় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজ ছাড়াও বেশ কয়েকটি স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া তাঁর পরিচালনাধীন নিজস্ব বেসরকারী সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়িয়েছেন। সম্প্রতি তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি জেলা স্বাস্থ্য বিভাগে করনোর নমুনা প্রদান করেন। গত সোমবার (১৭ আগষ্ট) রাতে তাঁর করোনা পজিটিভ হিসেবে রির্পোট আসে। এরপর থেকে তিনি রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা মহল্লার নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে পারিবারিক চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করছেন।

তাঁর একমাত্র কন্যা রাজবাড়ীর ডাক্তার আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন জানান, আব্বু রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে তিনি সার্বক্ষনিক বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়াতেন। করোনাকালীন সময় তিনি অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা প্রদান কাজে ব্যস্ত থাকেন। এছাড়া সম্প্রতি জেলায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাদের প্রতিটি জানাযায় অংশ গ্রহণ করেন। একই সাথে বিভিন্ন সামাজিক কর্মকা- অব্যাহত রাখায় ধারণা করা হচ্ছে এখান থেকে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তিনি সুস্থ্য আছেন। তিনি সকলের কাছে সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।