ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রাম থেকে বাঘটি আটক করা হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান,হাড়িভাঙ্গা গ্রামের সোহাগের মুরগী ফার্মে বিড়াল ধরার খাচায় বাঘটি আটকা পরে। বাঘটিকে দেখতে উৎসুক মানুষেরা ভিড় জমায়। পরে খবর পেয়ে পুলিশ বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তিনি আরও জানান, 999 ফোন পেয়ে পুলিশ বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যে বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। বন বিভাগের একটি টিম রওনা দিয়েছে। তারা আসলে তাদের কাছে মেছো বাঘটি হস্তান্তর করা হবে।