০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ২৯ হাজারে বিক্রি

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ সোমবার দুপুরে পদ্মা নদীর একটি কাতল মাছ প্রায় ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রায় সাড়ে ২০ কেজি ওজনের কাতল মাছটি পদ্মা নদীতে আজ সকালে জেলেদের জালে ধরা পরে।

আজ সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেন। পরে কেজি প্রতি ৫০ টাকা করে লাভে ঢাকার এক ব্যক্তির কাছে ২৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় কয়েকজন জেলে জানান, আজ সোমবার ভোরারতের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মানিকগঞ্জ শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদার ও তার দল নদীতে জাল ফেলেন। সকাল ১০ টার দিকে ফেরি ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার ভাটিতে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় একটি কাতল মাছ। তাৎক্ষনিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটে অবস্থিত দুলাল মন্ডল ওরফে দুলাল চালাকের আড়ত ঘরে। এ সময় উন্মুক্ত নিলাম তোলা হলে ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে কাতল মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে দুলাল মন্ডলের আড়তে ছুটে যাই। এ সময় দুলাল মন্ডলের আড়ত ঘরে বড় একটি কাতল মাছ দেখতে পাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই। এরপর মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে পদ্মা নদীতে বেধে রেখে বিক্রির জন্য বিভিন্ন পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন।

মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা আরো বলেন, কাতল মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করা হয়। পরে দুপুরের পর তার এক পূর্ব পরিচিত ঢাকার এক ধণাঢ্য ব্যাবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট ২৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। পরে তার কথা মতো মাছটি বিকেলই ঢাকাগামী একটি পরিবহণ যোগে পাঠিয়ে দিয়েছি।আশা করি ওই ব্যক্তি মাছটির উপযুক্ত দাম দেওয়াসহ যাতায়াতের খরচও প্রদান করবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ২৯ হাজারে বিক্রি

পোস্ট হয়েছেঃ ০৭:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ সোমবার দুপুরে পদ্মা নদীর একটি কাতল মাছ প্রায় ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রায় সাড়ে ২০ কেজি ওজনের কাতল মাছটি পদ্মা নদীতে আজ সকালে জেলেদের জালে ধরা পরে।

আজ সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেন। পরে কেজি প্রতি ৫০ টাকা করে লাভে ঢাকার এক ব্যক্তির কাছে ২৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় কয়েকজন জেলে জানান, আজ সোমবার ভোরারতের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মানিকগঞ্জ শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদার ও তার দল নদীতে জাল ফেলেন। সকাল ১০ টার দিকে ফেরি ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার ভাটিতে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় একটি কাতল মাছ। তাৎক্ষনিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটে অবস্থিত দুলাল মন্ডল ওরফে দুলাল চালাকের আড়ত ঘরে। এ সময় উন্মুক্ত নিলাম তোলা হলে ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে কাতল মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে দুলাল মন্ডলের আড়তে ছুটে যাই। এ সময় দুলাল মন্ডলের আড়ত ঘরে বড় একটি কাতল মাছ দেখতে পাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই। এরপর মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে পদ্মা নদীতে বেধে রেখে বিক্রির জন্য বিভিন্ন পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন।

মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা আরো বলেন, কাতল মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করা হয়। পরে দুপুরের পর তার এক পূর্ব পরিচিত ঢাকার এক ধণাঢ্য ব্যাবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট ২৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। পরে তার কথা মতো মাছটি বিকেলই ঢাকাগামী একটি পরিবহণ যোগে পাঠিয়ে দিয়েছি।আশা করি ওই ব্যক্তি মাছটির উপযুক্ত দাম দেওয়াসহ যাতায়াতের খরচও প্রদান করবেন।