মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

গোয়ালন্দে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ৫৮ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ বৈষম্য দূরিকরনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার একর্মসূচির আয়োজন করে।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বেলা ১১টা ৩০মিনিটে ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমেদ, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত হোসেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.