নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ মর্যাদার সাথে ১৫ আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও গোয়ালন্দ পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
গোয়ালন্দ উপজেলা আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা আওয়ামী লীগ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজ, আব্দুল হালিম মিয়া কলেজ, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইউএনও মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৩৪ সালমা চৌধুরী রুমা। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়রাম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নূরজাহান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে যুবদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৫ জন যুবক ও মহিলার মাঝে ৮ লাখ ৭০ হাজার টাকা যুব ঋনের চেক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ পৌরসভাও পৃথকভাবে জাতীয় শোক দিবস পালন করে।