নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে পায়রা উড়িয়ে এ ফুটবল লীগ খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটো প্রমুখ। জেলার ৫ টি উপজেলার ১৪ টি দল ফুটবল লীগ খেলায় অংশ নেয়।