০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে নবম শ্রেনীর স্কুল ছাত্রী অপহরণের চার মাস পর উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ শহর থেকে চার মাস আগে অপহৃত স্কুল ছাত্রীকে শনিবার দিবাগত মধ্যরাতে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে (১৪) অপহরণকারীরা ফরিদপুরের একটি বাড়িতে আটকে রাখে।

একই সাথে মামলার ৩নম্বর আসামী মুঞ্জু বেপারী ওরফে মুঞ্জু কসাইকে (৫০) গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আজিজ মৃধা পাড়ার মৃত সাত্তার কসাইয়ের ছেলে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা করাতে পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে। একই সাথে ধৃত ব্যাক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

স্কুল ছাত্রীর পরিবার জানায়, গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার পথে গ্রেপ্তারকৃত মুঞ্জু কসাইয়ের ছেলে রাকিব বেপারী (২০) প্রায় উত্যক্ত করতে থাকে। প্রেমের প্রস্তাবসহ স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া সহ নানাভাবে যৌন হয়রানী করতে থাকে। বিষয়টি রাকিবের পরিবারকে অবগত করলে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়। গত ২ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে স্কুলের কাছে পৌছা মাত্র রাকিব সহ তাদের লোকজন জোরপূর্বক অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন হন্য হয়ে খুঁজতে থাকে। আত্মীয়-স্বজন সম্ভব্য সকল স্থানে খোঁজ করে স্কুল ছাত্রীর সন্ধান পাননি। এক পর্যায়ে বিষয়টি জানতে পারেন রাকিব পরিবারের সকলের সহযোগিতায় অপহরণ করেছে। পরবর্তীতে ১০ এপ্রিল রাকিব বেপারী, সাইম প্রামানিক, মুঞ্জু কসাই, আন্না বেগম সহ অজ্ঞাত তিনজনকে আসামী করে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে থাকে এবং রাকিবের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্কুল ছাত্রীকে নিয়ে অপহরণকারীরা ফরিদপুরের বিভিন্ন এলাকায় অবস্থান করে। পুলিশ নানাভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করলে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করতে থাকে। শনিবার দিবাগত মধ্যরাতে ফরিদপুর থেকে পালিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর জামতলার হাট থেকে স্কুলছাত্রী উদ্ধার হয়। একই সাথে মামলার তিন নম্বর আসামী মুঞ্জু কসাইকে গ্রেপ্তার করা হয়। স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করাতে সদর হাসপাতালে পাঠানো এবং গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে নবম শ্রেনীর স্কুল ছাত্রী অপহরণের চার মাস পর উদ্ধার, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ শহর থেকে চার মাস আগে অপহৃত স্কুল ছাত্রীকে শনিবার দিবাগত মধ্যরাতে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে (১৪) অপহরণকারীরা ফরিদপুরের একটি বাড়িতে আটকে রাখে।

একই সাথে মামলার ৩নম্বর আসামী মুঞ্জু বেপারী ওরফে মুঞ্জু কসাইকে (৫০) গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আজিজ মৃধা পাড়ার মৃত সাত্তার কসাইয়ের ছেলে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা করাতে পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে। একই সাথে ধৃত ব্যাক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

স্কুল ছাত্রীর পরিবার জানায়, গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার পথে গ্রেপ্তারকৃত মুঞ্জু কসাইয়ের ছেলে রাকিব বেপারী (২০) প্রায় উত্যক্ত করতে থাকে। প্রেমের প্রস্তাবসহ স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া সহ নানাভাবে যৌন হয়রানী করতে থাকে। বিষয়টি রাকিবের পরিবারকে অবগত করলে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়। গত ২ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে স্কুলের কাছে পৌছা মাত্র রাকিব সহ তাদের লোকজন জোরপূর্বক অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন হন্য হয়ে খুঁজতে থাকে। আত্মীয়-স্বজন সম্ভব্য সকল স্থানে খোঁজ করে স্কুল ছাত্রীর সন্ধান পাননি। এক পর্যায়ে বিষয়টি জানতে পারেন রাকিব পরিবারের সকলের সহযোগিতায় অপহরণ করেছে। পরবর্তীতে ১০ এপ্রিল রাকিব বেপারী, সাইম প্রামানিক, মুঞ্জু কসাই, আন্না বেগম সহ অজ্ঞাত তিনজনকে আসামী করে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে থাকে এবং রাকিবের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্কুল ছাত্রীকে নিয়ে অপহরণকারীরা ফরিদপুরের বিভিন্ন এলাকায় অবস্থান করে। পুলিশ নানাভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করলে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করতে থাকে। শনিবার দিবাগত মধ্যরাতে ফরিদপুর থেকে পালিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর জামতলার হাট থেকে স্কুলছাত্রী উদ্ধার হয়। একই সাথে মামলার তিন নম্বর আসামী মুঞ্জু কসাইকে গ্রেপ্তার করা হয়। স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করাতে সদর হাসপাতালে পাঠানো এবং গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।