০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দূর্গাপুজা

মইন মৃধা, গোয়ালন্দঃ গতকাল শনিবার থেকে উদসব মুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুঁজা। এবার গোয়ালন্দ উপজেলায় ২৩টি মণ্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এবার মা আসছেন গজে আর চলে যাবেন নৌকায়।

গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ জানান, গোয়ালন্দে প্রতিমাশিল্পীরা রাত দিন পরিশ্রম করে দুর্গাদেবী ও তার পরিবারকে সাজিয়ে তুলছেন। ২৫ সেপ্টেম্বর মহালায়ার মধ্য দিয়ে দেবীপক্ষের আগমন ঘটেছে। ১ অক্টোবর শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার কার্যক্রম। ৫ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা।

এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুজার আনন্দে জোয়ার বইবে বলে মনে করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। যাতে সাম্প্রদায়িক শক্তি প্রতিমা ভাঙচুর না করতে পারে সেজন্য প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবকদের সজাগ থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ মণ্ডপে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।

প্রতিমা শিল্পী দেবনাথ পাল জানান, এবার ৫টি প্রতিমা তৈরি করছেন। গত বছরের তুলনায় এবার ভালো। তবে জিনিসপত্রের দাম অনেক বেশি । তাই খরচ বাদ দিয়ে খুব কম টাকাই তাদের পকেটে যাবে।

হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলছেন, গত দুই বছর করোনার কারণে দুর্গাপুজার আনন্দ ভালোভাবে উপভোগ করা যায়নি। এবার প্রকোপ কম থাকায় সুন্দর পরিবেশে পুজা উদযাপন করা যাবে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, উপজেলাব্যাপী শান্তিপূর্ণ পুজা উদযাপনের লক্ষ্যে কমিটি গঠণ করা হয়েছে। আমাদের মোবাইল টিম সর্বক্ষণিক মাঠে কাজ করছে। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আশা করছি কোন অপ্রিতিকর ঘটনা ঘটবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শারদীয় দূর্গাৎসব কে ঘিরে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি পুলিশও থাকবে  ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। পূজার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সার্বক্ষনিক নিরাপত্তার জন্য  নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি পুজামণ্ডপে তদারকি অফিসার নিয়োজিত থাকবে। তিনি আরো বলেন, দূর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য সরকার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে সরকারী নির্দেশনা মেনে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার জন্য আজ বিশেষ আইনশৃঙ্গলা সভা  হয়েছে।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা  গ্রহনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। ধর্ম যার যার উৎসবের আনন্দ সবার এই শ্লোগানে আমরা সবাই উৎসবের আনন্দ ভাগাভাগি করব।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দূর্গাপুজা

পোস্ট হয়েছেঃ ০৬:৫৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ গতকাল শনিবার থেকে উদসব মুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুঁজা। এবার গোয়ালন্দ উপজেলায় ২৩টি মণ্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এবার মা আসছেন গজে আর চলে যাবেন নৌকায়।

গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ জানান, গোয়ালন্দে প্রতিমাশিল্পীরা রাত দিন পরিশ্রম করে দুর্গাদেবী ও তার পরিবারকে সাজিয়ে তুলছেন। ২৫ সেপ্টেম্বর মহালায়ার মধ্য দিয়ে দেবীপক্ষের আগমন ঘটেছে। ১ অক্টোবর শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার কার্যক্রম। ৫ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা।

এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুজার আনন্দে জোয়ার বইবে বলে মনে করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। যাতে সাম্প্রদায়িক শক্তি প্রতিমা ভাঙচুর না করতে পারে সেজন্য প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবকদের সজাগ থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ মণ্ডপে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।

প্রতিমা শিল্পী দেবনাথ পাল জানান, এবার ৫টি প্রতিমা তৈরি করছেন। গত বছরের তুলনায় এবার ভালো। তবে জিনিসপত্রের দাম অনেক বেশি । তাই খরচ বাদ দিয়ে খুব কম টাকাই তাদের পকেটে যাবে।

হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলছেন, গত দুই বছর করোনার কারণে দুর্গাপুজার আনন্দ ভালোভাবে উপভোগ করা যায়নি। এবার প্রকোপ কম থাকায় সুন্দর পরিবেশে পুজা উদযাপন করা যাবে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, উপজেলাব্যাপী শান্তিপূর্ণ পুজা উদযাপনের লক্ষ্যে কমিটি গঠণ করা হয়েছে। আমাদের মোবাইল টিম সর্বক্ষণিক মাঠে কাজ করছে। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আশা করছি কোন অপ্রিতিকর ঘটনা ঘটবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শারদীয় দূর্গাৎসব কে ঘিরে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি পুলিশও থাকবে  ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। পূজার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সার্বক্ষনিক নিরাপত্তার জন্য  নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি পুজামণ্ডপে তদারকি অফিসার নিয়োজিত থাকবে। তিনি আরো বলেন, দূর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য সরকার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে সরকারী নির্দেশনা মেনে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার জন্য আজ বিশেষ আইনশৃঙ্গলা সভা  হয়েছে।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা  গ্রহনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। ধর্ম যার যার উৎসবের আনন্দ সবার এই শ্লোগানে আমরা সবাই উৎসবের আনন্দ ভাগাভাগি করব।