০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর সাওরাইল ইউপির বিকয়ায় আগুন পুরে ভষ্মিভূত ১৮ টি বসত ঘর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়ায় আগুন পুরে ১৮ টি বসত ঘর ভষ্মিভূত হয়ছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় গোলাম সরয়ারের পুরাতন বাড়িতে আগুনে পুরে ভষ্মিভুত হয় বসত ঘর গুলো।

গোলাম সরয়ার জানান, সেখানে ৮/১০টি পরিবার বসবাস করত।১৮ টি আধা পাকা, কাচা টিনশেডের ঘর গুলো পুরে যায়। এতে ৫০ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান। আগুন লাগার আধা ঘন্টা পর কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা ফায়ার সার্ভির ঘটনা স্থলে গীয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নিয়ন্ত্রনে আনা হলেও অধিক সময় আগুনে পুরতে থাকায় সব কুছুই পুরে ধ্বংস হয়ে গেছে।এর আগে স্থানীয় আশপাশের মানুষ ও বাড়ির মানুষ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তবে রান্না ঘরের চুলার আগুন বা ফেলে রাখা চুলার ছাই থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান বাড়ির মানুষ। আগুনে যাদের ক্ষয় ক্ষতি হয়েছে তারা অসহয় ও দরিদ্র পরিবারের মানুষ।

এ বাড়িতে বসবাস করতেন হাচেন মন্ডল, খবির মন্ডল, বোনাউল্লা মন্ডল, কুদ্দুস মন্ডল সহ ৮ /১০ টি পরিবার। আগুনে পুরে সব শেষ হওয়ায় এখন মাথা গোজার স্থানটুকু অবশিষ্ট নেই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর সাওরাইল ইউপির বিকয়ায় আগুন পুরে ভষ্মিভূত ১৮ টি বসত ঘর

পোস্ট হয়েছেঃ ০৬:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়ায় আগুন পুরে ১৮ টি বসত ঘর ভষ্মিভূত হয়ছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় গোলাম সরয়ারের পুরাতন বাড়িতে আগুনে পুরে ভষ্মিভুত হয় বসত ঘর গুলো।

গোলাম সরয়ার জানান, সেখানে ৮/১০টি পরিবার বসবাস করত।১৮ টি আধা পাকা, কাচা টিনশেডের ঘর গুলো পুরে যায়। এতে ৫০ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান। আগুন লাগার আধা ঘন্টা পর কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা ফায়ার সার্ভির ঘটনা স্থলে গীয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নিয়ন্ত্রনে আনা হলেও অধিক সময় আগুনে পুরতে থাকায় সব কুছুই পুরে ধ্বংস হয়ে গেছে।এর আগে স্থানীয় আশপাশের মানুষ ও বাড়ির মানুষ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তবে রান্না ঘরের চুলার আগুন বা ফেলে রাখা চুলার ছাই থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান বাড়ির মানুষ। আগুনে যাদের ক্ষয় ক্ষতি হয়েছে তারা অসহয় ও দরিদ্র পরিবারের মানুষ।

এ বাড়িতে বসবাস করতেন হাচেন মন্ডল, খবির মন্ডল, বোনাউল্লা মন্ডল, কুদ্দুস মন্ডল সহ ৮ /১০ টি পরিবার। আগুনে পুরে সব শেষ হওয়ায় এখন মাথা গোজার স্থানটুকু অবশিষ্ট নেই।