০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাতের আঁধারে জমিদার ব্রিজ ঈদগাহ ময়দানের নাম মুছে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ সংলগ্ন “জমিদার ব্রিজ ঈদগাহ ময়দান” এর প্রধান গেট থেকে রাতের আঁধারে কে বা কারা নাম মুছে ফেলেছে। বুধবার দিবাগত গভীররাতে ওই গেট থেকে পাথরের বাঁধাই করা ‘জমিদার ব্রিজ ঈদগাহ ময়দান’ লেখা নামের অংশটুকু মুছে ফেলা হয়। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ১৯৪৫ সালে “জমিদার ব্রিজ ঈদগাহ ময়দান” প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরে দুই ঈদে যে পরিমাণ টাকা সংগ্রহ হয় তা দিয়েই ঈদগাহ মাঠের কাজ করা, পরিস্কার পরিচ্ছন্ন সহ ঈদগাহ সংশ্লিষ্ট কাজ করা হয়। হঠাৎ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখতে পায় প্রধান গেটের সামনে লেখা নাম কে বা কারা রাতের আঁধারে সাদা রং বা চুন দিয়ে মুছে ফেলেছে এতে করে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, আমরা প্রাচীন যুগ থেকে জমিদার ব্রিজ ঈদগাহ ময়দানের নাম শুনে আসছি এবং ঈদের নামাজ আমরা এখানেই আদায় করি। কিন্তু হঠাৎ করেই নাম মুছে ফেলার কারন আমরা বুজতে পারছিনা। তবে এ কাজটি করা ঠিক হয়নি। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা চাই এ নামেই ঈদগাহ ময়দান থাকুক।

ঈদগাহ কমিটির সভাপতি মুহাম্মদ মোশাররফ আহম্মেদ বলেন, বুধবার দিবাগত গভীর রাতের আঁধারে দুর্বৃত্তরা গেটের নামকরণ মুছে ফেলেছে। এলাকাবাসীর সমর্থনে আমি দীর্ঘদিন যাবত ঈদগাহ ময়দানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে যে বা যারা এ কাজটি করেছেন আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে কমিটির অন্যান্য সদস্য ও এলাকাবাসীদের সাথে বসে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাতের আঁধারে জমিদার ব্রিজ ঈদগাহ ময়দানের নাম মুছে ফেলার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ সংলগ্ন “জমিদার ব্রিজ ঈদগাহ ময়দান” এর প্রধান গেট থেকে রাতের আঁধারে কে বা কারা নাম মুছে ফেলেছে। বুধবার দিবাগত গভীররাতে ওই গেট থেকে পাথরের বাঁধাই করা ‘জমিদার ব্রিজ ঈদগাহ ময়দান’ লেখা নামের অংশটুকু মুছে ফেলা হয়। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ১৯৪৫ সালে “জমিদার ব্রিজ ঈদগাহ ময়দান” প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরে দুই ঈদে যে পরিমাণ টাকা সংগ্রহ হয় তা দিয়েই ঈদগাহ মাঠের কাজ করা, পরিস্কার পরিচ্ছন্ন সহ ঈদগাহ সংশ্লিষ্ট কাজ করা হয়। হঠাৎ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখতে পায় প্রধান গেটের সামনে লেখা নাম কে বা কারা রাতের আঁধারে সাদা রং বা চুন দিয়ে মুছে ফেলেছে এতে করে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, আমরা প্রাচীন যুগ থেকে জমিদার ব্রিজ ঈদগাহ ময়দানের নাম শুনে আসছি এবং ঈদের নামাজ আমরা এখানেই আদায় করি। কিন্তু হঠাৎ করেই নাম মুছে ফেলার কারন আমরা বুজতে পারছিনা। তবে এ কাজটি করা ঠিক হয়নি। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা চাই এ নামেই ঈদগাহ ময়দান থাকুক।

ঈদগাহ কমিটির সভাপতি মুহাম্মদ মোশাররফ আহম্মেদ বলেন, বুধবার দিবাগত গভীর রাতের আঁধারে দুর্বৃত্তরা গেটের নামকরণ মুছে ফেলেছে। এলাকাবাসীর সমর্থনে আমি দীর্ঘদিন যাবত ঈদগাহ ময়দানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে যে বা যারা এ কাজটি করেছেন আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে কমিটির অন্যান্য সদস্য ও এলাকাবাসীদের সাথে বসে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।