০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের ভূমিহীন ৩০৩ পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া ঘর, প্রতি ঘরে খুশির বন্যা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদী ভাঙনে নিঃশ্ব, ভূমিহীন অসহায় ৩০৩টি পরিবার শনিবার প্রধানমন্ত্রীর দেয়া সেমি পাকা ঘর পেয়েছে। সাথে এসব পরিবার পাচ্ছে ২ শতাংশ করে সরকারি খাস জমি। শনিবার সকালে প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসব পরিবার সেমিপাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, গোয়ালন্দ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট ৪৩০টি সেমিপাকা গৃহনির্মাণ হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণ বাবদ ব্যায় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। ১৯ দশমিক ৬ফুট বাই ২২ ফুট ৪ইঞ্চি বিশিষ্ট দুটি শয়নকক্ষ, রান্না ঘর সংযুক্ত শৌচাগার ও সাথে গোসলখানা, বারান্দা সহ রঙিন টিনের ঘর রয়েছে।

প্রধানমন্ত্রীর নিদের্শনায় আশ্রয়ন-২ প্রকল্প এর অর্থায়নে ৭ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা ব্যায়ে গোয়ালন্দে ৪৩০টি গৃহের মধ্যে প্রায় ৩৯০টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এরমধ্যে শনিবার একযোগে ৩০৩টি ঘর উদ্বোধন হয়। এসব ঘরের বরাদ্দপ্রাপ্ত মালিকদের হাতে জমির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এরমধ্যে দৌলতদিয়ায় ১০৫টি ও দেবগ্রাম ইউনিয়নের ৮০টি নদী ভাঙা পরিবার রয়েছে। এছাড়া উজানচরে ৬৬টি এবং ছোটভাকলা ইউনিয়নে রয়েছে ৫৮টি পরিবার রয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এক যোগে এসব ঘর উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ সহ সকল ইউপি চেয়ারম্যানগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান মন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর উপকারভোগীদের হাতে ঘরের দলিলসহ যাবতীয় কাগজপত্রাদি সম্বলিত ফাইল তুলে দেওয়া হয়।

এসময় দেবগ্রামের পূর্ব তেনাপচার উপকারভোগী আরজু মন্ডল বলেন, দেবগ্রামের শীতলপুর থেকে প্রায় ১৫ বছর আগে নদী ভাঙনে সব হারিয়ে পূর্ব তেনাপচা সবুজ নামের একজনের বাড়িতে আশ্রয় নেই। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন যাচ্ছিল। মেয়েটি বিয়ের উপযুক্ত হয়েছে। সামর্থ না থাকায় নিজের কোন বাড়ি-ঘর ছিলনা। শীতলপুরে নিজস্ব জমি ও বাড়ি থাকলেও পদ্মার ভাঙনে সব হারিয়েছি। ১৫ বছর পর প্রধানমন্ত্রীর দেওয়া দুই শতাংশ জমি ও একটি পাকা ঘর পেয়ে এখন স্বস্তি পাচ্ছি। অন্যের বাড়ি আর থাকতে হচ্ছেনা। আমাদের সবার মাঝে খুশি বয়ছে। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের ভূমিহীন ৩০৩ পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া ঘর, প্রতি ঘরে খুশির বন্যা

পোস্ট হয়েছেঃ ০৪:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদী ভাঙনে নিঃশ্ব, ভূমিহীন অসহায় ৩০৩টি পরিবার শনিবার প্রধানমন্ত্রীর দেয়া সেমি পাকা ঘর পেয়েছে। সাথে এসব পরিবার পাচ্ছে ২ শতাংশ করে সরকারি খাস জমি। শনিবার সকালে প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসব পরিবার সেমিপাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, গোয়ালন্দ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট ৪৩০টি সেমিপাকা গৃহনির্মাণ হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণ বাবদ ব্যায় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। ১৯ দশমিক ৬ফুট বাই ২২ ফুট ৪ইঞ্চি বিশিষ্ট দুটি শয়নকক্ষ, রান্না ঘর সংযুক্ত শৌচাগার ও সাথে গোসলখানা, বারান্দা সহ রঙিন টিনের ঘর রয়েছে।

প্রধানমন্ত্রীর নিদের্শনায় আশ্রয়ন-২ প্রকল্প এর অর্থায়নে ৭ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা ব্যায়ে গোয়ালন্দে ৪৩০টি গৃহের মধ্যে প্রায় ৩৯০টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এরমধ্যে শনিবার একযোগে ৩০৩টি ঘর উদ্বোধন হয়। এসব ঘরের বরাদ্দপ্রাপ্ত মালিকদের হাতে জমির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এরমধ্যে দৌলতদিয়ায় ১০৫টি ও দেবগ্রাম ইউনিয়নের ৮০টি নদী ভাঙা পরিবার রয়েছে। এছাড়া উজানচরে ৬৬টি এবং ছোটভাকলা ইউনিয়নে রয়েছে ৫৮টি পরিবার রয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এক যোগে এসব ঘর উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ সহ সকল ইউপি চেয়ারম্যানগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান মন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর উপকারভোগীদের হাতে ঘরের দলিলসহ যাবতীয় কাগজপত্রাদি সম্বলিত ফাইল তুলে দেওয়া হয়।

এসময় দেবগ্রামের পূর্ব তেনাপচার উপকারভোগী আরজু মন্ডল বলেন, দেবগ্রামের শীতলপুর থেকে প্রায় ১৫ বছর আগে নদী ভাঙনে সব হারিয়ে পূর্ব তেনাপচা সবুজ নামের একজনের বাড়িতে আশ্রয় নেই। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন যাচ্ছিল। মেয়েটি বিয়ের উপযুক্ত হয়েছে। সামর্থ না থাকায় নিজের কোন বাড়ি-ঘর ছিলনা। শীতলপুরে নিজস্ব জমি ও বাড়ি থাকলেও পদ্মার ভাঙনে সব হারিয়েছি। ১৫ বছর পর প্রধানমন্ত্রীর দেওয়া দুই শতাংশ জমি ও একটি পাকা ঘর পেয়ে এখন স্বস্তি পাচ্ছি। অন্যের বাড়ি আর থাকতে হচ্ছেনা। আমাদের সবার মাঝে খুশি বয়ছে। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ।